Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Bangladesh News: এবার ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গণ-আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

    1 day ago

    ঢাকা : শরিফ ওসমান হাদির হত্যায় দ্রুত ন্যায়বিচারের দাবিতে সরব ইনকিলাব মঞ্চ। বাংলাদেশে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই প্ল্যাটফর্ম এবার সতর্কবার্তা দিল অন্তর্বর্তী সরকারকে। হাদি-হত্যার বিচার না হলে বর্তমান সরকারকে উৎখাত করতে গণ-আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিল মঞ্চ। সংগঠনের সদস্য-সচিব আবদুল্লাহ অল জাবের সাংবাদিক বৈঠক করে এই বার্তা দেন। ডেইলি স্টারের খবর অনুযায়ী, হাদির সমাধির পর শনিবার ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও হাদির হত্যাকারীদের গ্রেফতারির বিষয়ে কোনও জোরদার পদক্ষেপ করতে পারেনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রাসঙ্গিক কর্তৃক্ষ। তাছাড়া এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বা তাঁর বিশেষ সহকারী কেউ হাজির না থাকায় তাঁরা বিষয়টি গুরুত্ সহকারে নিচ্ছেন না বলে মনে করছেন জাবের। 

    হাজার হাজার মানুষের জমায়েত। তার মধ্যেই শনিবার ঢাকার শাহবাগ চত্বরে হাসিনা-বিরোধী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে সমাধিস্থ করা হয়। এরপরই দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় সংগঠনের তরফে। ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের গ্রেফতারির বিষয় কতটা এগলো তা জানাতে হবে এই ডেডলাইনের মধ্যে। এমনই দাবি করা হয়। হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে ওইদিন সাতসকাল থেকে একে একে বহু মানুষ জমায়েত শুরু করেন মানিক মিঞা অ্যাভনিউতে। কেউ গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়ে আসেন। অনেকে আবার হাদি-হত্যার ন্যায়বিচার চেয়ে স্লোগান তোলেন। 'প্রথম আলো'র তথ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মেম্বার সেক্রেটারি আবদুল্লা অল জাবের সরকারি আধিকারিকদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, "আগামী ২৪ ঘণ্টা পর, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (জাহাঙ্গির আলম চৌধুরা) ও সহকারী উপদেষ্টা (খোদা বক্স চৌধুরী)-কে জনগণের সামনে এসে ব্যাখ্যা করতে হবে গত সপ্তাহ থেকে কতটা এগিয়েছেন। যদি তাঁরা উত্তর দিতে না পারেন, তাহলে তাঁদের পদত্যাগ করতে হবে। সাধারণে মধ্যে এবং মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা আওয়ামি জঙ্গিদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে।" 

    এরপর গতকাল বিদেশ মন্ত্রকে জরুরি সাংবাদিক বৈঠক করে আইজিপি খান্দেকার রফিকুল ইসলাম জানান, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন বন্দুকধারী ফৈজাল করিম মাসুদের হদিশ পেতে সক্রিয়ভাবে চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি। UNB নিউজ এজেন্সি সূত্রের খবর। আইজিপি বলেন, "ফৈজালের শেষ লোকেশন নিয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনও খবর নেই। তা পাওয়ার চেষ্টা করছে আমাদের বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সি। এমনকী নির্ভরযোগ্য এমন কোনও তথ্য নেই যাতে প্রমাণিত হয় যে সন্দেহভাজন দেশ ছেড়ে চলে গেছে।" এর পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, "অপরাধীরা প্রায়ই তাদের গতিপ্রকৃতি নিয়ে গুজব ছড়িয়ে দেয়। তাছাড়া এই হত্যাকাণ্ডে কোনও রাজনৈতিক দলের জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। যদিও, সঠিক তথ্য পাওয়ার চেষ্টা চলছে।" 

    Click here to Read More
    Previous Article
    TMC Vs BJP: বরানগরে সজল ঘোষের সভায় ধুন্ধুমার ! তৃণমূল কাউন্সিলরকে 'বাংলাদেশি আখ্যা' দেওয়ার অভিযোগ
    Next Article
    Bangladesh News: 'পুলিশকে সময়ে ফোন করা হয়নি, পদত্যাগ করিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় দীপুকে', চাঞ্চল্যকর অভিযোগ

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment