Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বাবা-ছেলের ইতিহাস, পুত্রের সঙ্গে ব্যাট করে হাফসেঞ্চুরি পার্টনারশিপ নবির, ভিডিও ভাইরাল

    1 day ago

    ৪১ বছর বয়সি বাবা এবং ২০ বছর বয়সি ছেলে একসঙ্গে ব্যাট করলেন, গড়লেন হাফসেঞ্চুরি পার্টনারশিপ-সবমিলিয়ে আবেগঘন ইতিহাস তৈরি হল বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

    বাবার হাত থেকে অভিষেকের টুপি পেলেন ছেলে। তারপর একইসঙ্গে ব্যাট করতে নামলেন পিতাপুত্র। ৪১ বছর বয়সি বাবা এবং ২০ বছর বয়সি ছেলে একসঙ্গে ব্যাট করলেন, গড়লেন হাফসেঞ্চুরি পার্টনারশিপ-সবমিলিয়ে আবেগঘন ইতিহাস তৈরি হল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আফগানিস্তানের অভিজ্ঞ তারকা মহম্মদ নবি (Mohammed Nabi) এবং তাঁর পুত্র হাসান আইশাকিল (Hassan Eisakhil) একসঙ্গে ব্যাট করলেন। পিতাপুত্রের একসঙ্গে ব্যাট করার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

    আফগানিস্তানের জার্সিতে বহু ম্যাচ খেলেছেন নবি। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন এই তারকা অলরাউন্ডার। এবার বাবার যোগ্য উত্তরসূরি হয়ে ওঠার পথে একধাপ এগিয়ে গেলেন নবিপুত্র। রবিবার তিনি প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজির লিগের ম্যাচে মাঠে নামলেন। নোয়াখালি এক্সপ্রেসের স্কোয়াডে ছিলেন নবিপুত্র হাসান। তাঁর হাতে অভিষেক ম্যাচের টুপি তুলে দেন নবি স্বয়ং।

    অভিষেক ম্যাচেই ওপেন করতে নামেন হাসান। ওপেনিং জুটিতে ১০১ রান তোলেন সৌম্য সরকারের সঙ্গে জুটি বেঁধে। তারপর ক্রিজের অপর প্রান্তে পরপর উইকেট পড়লেও সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন হাসান। ১৪তম ওভারে নোয়াখালির চতুর্থ উইকেট পড়ার পরে ক্রিজে আসেন নবি। বিপক্ষ উইকেটকিপার আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজকে দেখা যায়, নবি এবং হাসানকে এক জায়গায় টেনে নিয়ে আসছেন। তারপর পিতাপুত্রের স্নেহের আলিঙ্গন।

    বাবা-ছেলে মিলে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। এর আগে ছেলের বিপক্ষে খেলেছেন নবি। এই প্রথমবার একই দলে খেললেন পিতাপুত্র। ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে যান নবি। বাবার উইকেট পড়ার পরের ওভারেই আউট হয়ে যান হাসানও। বিপিএল অভিষেকে তাঁর সংগ্রহ ৬০ বলে ৯২ রান। ছেলে সেঞ্চুরি হাতছাড়া হতে দেখে দুঃখ চেপে রাখতে পারেননি নবি। ভাইরাল হয়েছে তাঁর প্রতিক্রিয়া। 

    উল্লেখ্য, একই ম্যাচে বাবা-ছেলে একসঙ্গে ব্যাট করছেন-এমন দৃশ্য ক্রিকেটের ইতিহাসে কোনওদিন ঘটেনি। চলতি বিপিএলে নবি-হাসান এক দলে সই করতেই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিলেন, কবে পিতাপুত্রকে একসঙ্গে মাঠে দেখা যাবে। অনুশীলন চলাকালীন দেখা গিয়েছে, আলাদা করে হাসানকে নিয়ে থ্রোডাউন দিচ্ছেন নবি। আবার কখনও নবির কিটব্যাগ গুছিয়ে দিতে দেখা গিয়েছে হাসানকে।

    Click here to Read More
    Previous Article
    ট্রোলারদের থামিয়েও কাটছে না ‘দুশ্চিন্তা’, বাবার ভয়ে কেন কাঁপছেন হর্ষিত?
    Next Article
    আঙুল ভাঙল তারকা ব্যাটারের, আইপিএলের আগে চিন্তায় ধোনির চেন্নাই সুপার কিংস

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment