SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Air India: অনুষ্কা শঙ্করের সেতার ভেঙে ফেলল এয়ার ইন্ডিয়া? ক্ষোভ উগরে দিলেন শিল্পী, জানালেন, ১৫-১৭ বছরে এই প্রথম

    1 week ago

    নয়াদিল্লি: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এবার সরব হলেন শিল্পী অনুষ্কা শঙ্কর। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধ সেতার ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। তাঁর প্রিয় সেতারের দফারফা করে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনুষ্কা। কী করে সেতারটি ভাঙল, তার সদুত্তর দিতে পারেনি এয়ার ইন্ডিয়া। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। (Anoushka Shankar)

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভাঙা সেতারের অবস্থা সকলের সামনে তুলে ধরেন অনুষ্কা। প্রথমে বিষয়টি লক্ষ্যই করেননি তিনি। বাজাতে গিয়ে সমস্যা হওয়ায় উল্টে দেখেন, খোলের অংশ ফেটে গিয়েছে। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন বলে জানিয়েছেন অনুষ্কা। গোটা ঘটনায় স্তম্ভিত তিনি। (Air India)

    সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিও-য় অনুষ্কাকে বলতে শোনা যায়, “প্রথমে সেতারের অপরের অংশটি দেখছিলাম। ঠিক ঠাক সুর ধরছিল না। বাজানোর জন্য কোলে তুলে নিতেই বুঝলাম কী ঘটেছে। দীর্ঘ সময় পর এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলাম। এই দেশেরই সঙ্গীতের সাধনা করি। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন কিছু ঘটল। কীভাবে করতে পারলেন? আমার আলাদা কেস রয়েছে। আপনারা হ্যান্ডলিং ফি নেন। তার পরও এটা করলেন।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Anoushka Shankar (@anoushkashankarofficial)

    অনুষ্কা অভিযোগ করার পরই এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ অতিথির অভিজ্ঞতা সঙ্গীতযন্ত্রের বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন আমরা। আমরা এর সাংস্কৃতিক এবং ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্কে অবগত। এই ঘটনার জন্য অত্য়ন্ত দুঃখিত আমরা। কী করে এমন ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। অতিথির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কী করে ক্ষতি হল, তা তদন্ত করে দেখছি আমরা। এইধরনের জিনিস সামলানোর কাজে অনেকেই যুক্ত থাকেন’।

    তবে গোটা ঘটনায় অনুষ্কারই পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। যেভাবে সেতারটি ভেঙেছে, তা অনিচ্ছাকৃত হতে পারে না বলে মত কারও কারও। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অনুষ্কা একজন আন্তর্জাতিক স্তরের শিল্পী। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটলে, সাধারণ মানুষের মালপত্রের কী হবে, আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

    Click here to Read More
    Previous Article
    Viral Photo: একসঙ্গে নাচের রিহার্সালে মহুয়া মৈত্র-কঙ্গনা রানাউত, ‘দিনের বেলা বিরোধী, রাত হলেই…’, তীব্র কটাক্ষ নেটিজেনদের
    Next Article
    Mata Vaishno Devi Medical College: বৈষ্ণোদেবী মেডিক্যাল কলেজে মুসলিম পড়ুয়া বেশি কেন? এবার পথে নামল রাষ্ট্রীয় বজরং দল, আগেই নাড্ডার দ্বারস্থ বিজেপি

    Related ভারত Updates:

    Comments (0)

      Leave a Comment