Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ১০ ছক্কার তাণ্ডবে ভাঙল পন্থের রেকর্ড, অধিনায়ক বৈভবের এক চালে জব্দ প্রতিপক্ষ!

    1 week ago

    আয়ুষ মাত্রে না থাকায় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছে বৈভব।

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভব সূর্যবংশী আর রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৪ বছরের বিস্ময় প্রতিভা মাঠে নামলেই কোনও না কোনও নজির ভাঙেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুব ওয়ানডেতে বৈভব ভাঙল দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। যে নজির আগে ছিল ঋষভ পন্থের নামে। তবে বেনোনিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে শুধু ব্যাটার নয়, নজর কাড়ল অধিনায়ক বৈভবও। বলা যায়, তার এক চালে জব্দ হয়ে গেল প্রতিপক্ষ।

    আয়ুষ মাত্রে না থাকায় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছে বৈভব। প্রথম ওয়ানডেতে ভারত জিতলেও উইকেট পায়নি নিয়মিত বোলার হেনিন প্যাটেল। কিন্তু এই ম্যাচে হেনিলকে খেলানো হয়নি। বরং বৈভবের নেতৃত্বে কিছুটা চমক দিয়ে খেলানো হয় কিষান সিংকে। মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ১৯ বছর বয়সি বোলার। ৪ উইকেট নেয় দীপেশ দেবেন্দ্রন। মূলত দু’জনের দাপটে ২৪৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

    জবাবে শুরু হয় বৈভবের তাণ্ডব। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে সে। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। যেটা এদিন ভেঙে দিল বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও একটি চার। স্ট্রাইক রেট ২৮৩.৩৩। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই সে তুলে নেয় ৬৪ রান।

    তবে এই ম্যাচে বারবার বাধা সৃষ্টি করে আবহাওয়া। বজ্রপাতের জন্য একাধিকবার ম্যাচ বন্ধ করে দিতে হয়। যে কারণে ভারতের লক্ষ্য কমিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারত ডিএলএস পদ্ধতিতে ২৫ রানে জেতে।

    Click here to Read More
    Previous Article
    AI দিয়ে প্রতীকার ‘ফেক’ ছবি ভাইরাল! মাস্কের সংস্থা গ্রককে হুঁশিয়ারি বিশ্বজয়ী ক্রিকেটারের?
    Next Article
    'Heard Audio Clip Of Trump On Modi': M Kharge's Swipe At PM On Russian Oil

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment