Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    West Bengal SIR: 'এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে', খসড়া তালিকা প্রকাশের পর কাদের কথা উল্লেখ BLO-র ?

    6 days ago

    ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : "কারো নাম বাদ যায়নি সেভাবে। এরকম যদি কেউ থাকেন, যে তাঁরা ফর্ম দেননি, সেক্ষেত্রে তাঁর নাম বাদ গিয়েছে। কিন্তু, কেউ যদি ফর্ম জমা করে থাকেন, তাহলে সেই নাম বাদ যাওয়ার কোনও কারণ নেই। হয় জমা দেননি, বা মারা গিয়েছেন...এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে"। এদিন পশ্চিমবঙ্গ SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর এমনই জানালেন ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইন্সটিটিউশনে কর্তব্যরত এক BLO। 

    খসড়া তালিকার প্রিন্ট আউট নিয়ে অপেক্ষা করছেন বিএলওরা। সেখানে গিয়ে ভোটাররা একে একে দেখছেন তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। কিন্তু, যদি নাম না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী ? BLO বলেন, "নাম না থাকলে ফর্ম ৬ দিয়ে নতুন করে আবেদন করতে হবে। কোনও কারণে হয়তো ফর্ম জমা করা হয়নি, বাইরে ছিলেন। তাঁরা আবার নতুন করে আবেদন করবেন ফর্ম 6 দিয়ে। আর যাদের নাম আছে তাঁদের কোনও সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে, তাঁদের পরবর্তীকালে Enquiry-তে ডাকা হবে। সেটার বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে নেই। আজ প্রধানত আমরা খসড়া তালিকা নিয়ে অপেক্ষা করছি। ভোটাররা এসে মিলিয়ে দেখছেন। এটা আপাতত আমাদের কয়েকদিনের প্রধান কাজ। তারপরে ঠিক করা হবে যে, আমরা কীভাবে কী করব। একমাস আমাদের এখানেই থাকবেন।" 

    প্রতীক্ষার অবসান। অবশেষে সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা ( Voter List 2026  )।  প্রকাশিত হল নাম বাদের তালিকা ( SIR Voter List 2026 ) । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল। আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো ? দেখে নিন  ceowestbengal.wb.gov.in/asd_sir
    লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। কিন্তু কতজন রইলেন বাদের তালিকায়, তা দেখে নিন।  ceowestbengal.wb.gov.in/asd_sir - উল্লেখ রয়েছে, কার কী কারণে নাম বাদ গিয়েছে।  এখানে মূলত চারটি ক্যাটেগরি করা হয়েছে। মৃত ভোটার, নিখোঁজ ভোটার,  স্থানান্তরিত ভোটার , ডুপ্লিকেট ভোটার, অন্যান্য। কার কী কারণে নাম বাদ গিয়েছে, তা বিস্তারিত জানা যাবে এই এখান থেকেই । 

    Click here to Read More
    Previous Article
    SIR in Bengal: খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও সিরিয়াল নম্বর মিলছে না? চিন্তার কারণ আছে কি?
    Next Article
    Mamata Banerjee vs Suvendu Adhikari: ভবানীপুরে মমতার বুথে ১২৭ জনের নাম বাদ, নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল ১১ জনের

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment