Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal News Live : গ্রামে লাগানো যাবে না পোস্টার, হুমকি দিয়ে ছেঁড়া হল বিজেপির পোস্টার; উত্তেজনা কাটোয়ায়

    15 hours ago

    তৃণমূল পরিচালিত তাম্রলিপ্ত পুরসভায় ফের চেয়ারম্যান বদল। কলকাতা হাইকোর্টের কড়া বার্তার পর তাম্রলিপ্ত পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিন্হা। নভেম্বর থেকে জানুয়ারি, ৩ মাসের মধ্যে ৩ বার চেয়ারম্যান বদল হল তাম্রলিপ্ত পুরসভায়।

    মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁকে ছোঁয়নি পুলিশ। বৃহস্পতিবার সময় বেঁধে, ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্ধারিত সময় পেরনোর পরও রাজ্য় প্রশাসন FIR করেছে কিনা জানা যায়নি।

    Form 7 জমার মেয়াদ সোমবারই শেষ হয়ে গেছে। কিনতু, তা নিয়ে রাজনীতি চলছে পুরোদমে। বৃহস্পতিবারও তা নিয়েই ধুনধুমার বাঁধল হুগলির বলাগড়ে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে তৈরি হল রণক্ষেত্র পরিস্থিতি। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের কড়া সতর্কবার্তার পরও, আসানসোলে শুনানি কেন্দ্রে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি।

    ছবির প্রদর্শনী নিয়ে CBI হয়েছিল। লাঞ্ছিত, অপমানিত হয়েছি বলে আর প্রদর্শনী করি না। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী মঞ্চ থেকেই নিশানা করলেন নির্বাচন কমিশন ও কেন্দ্রকে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আগামী বছর ৫০ তম বইমেলা উপলক্ষ্যে 'বই তীর্থ' তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করল সরকার।

    গভীর রাতে বিজেপি নেতাকে ঘুমন্ত অবস্থায় সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা? ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। গভীর রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপির নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ। খড়ের ছাউনি দাউদাউ করে জ্বলে উঠতেই গ্রামবাসীদের সহযোগিতায় তড়িঘড়ি বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা। নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তিনি। বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, বিজেপি নেতার পরিবারের সবাই তখন ঘুমোচ্ছিলেন। পুরোটাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ, অভিযোগ ওন্দার বিজেপি বিধায়ক। সকালে আক্রান্ত বিজেপি নেতার বাড়ি ও দোকানে যান অমরনাথ শাখা। তৃণমূলের বক্তব্য, বিজেপির অন্তর্কলহে এই ঘটনা ঘটে থাকতে পারে।

    রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে বিজেপিতে আহ্বান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। সাম্প্রদায়িক বিষ ছড়ানো বিভেদগামী দলে যাওয়া আত্মহত্যার সামিল, পাল্টা জবাব মোহিত সেনগুপ্তর।

    ফের শুনানি কেন্দ্রে ভাঙচুর, ইটাহারের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগে ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর। তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে অবরোধ-বিক্ষোভ। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় সড়ক অবরোধের পরেই শুনানি কেন্দ্রে ভাঙচুর। ইটাহারের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। মৃত চান্দু সরকার ইটাহারের পতিরাজপুরের মুরালিপুকুরের বাসিন্দা। নোটিস পেয়ে আজই শুনানিতে যাওয়ার কথা ছিল চান্দু সরকারের স্ত্রীর। তার আগেই বাড়ির কাছে চান্দু সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার। ইটাহার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। খবর ছড়িয়ে পড়তেই ইটাহার হাইস্কুলে শুনানি কেন্দ্রে বিক্ষোভ, ভাঙচুর।

    Click here to Read More
    Previous Article
    রনজি ভাগ্যও ‘শুভ’ গেল না শুভমানের, ব্যাট হাতে ডাঁহা ফেল জাদেজাও
    Next Article
    UP Woman Ties Husband To Bed, Mother-In-Law Shows Cops Her Pic With Gun

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment