SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    WB News Live Updates: গীতাপাঠের অনুষ্ঠানে 'চিকেন প্যাটিস বিক্রি'! মারধরের অভিযোগে গ্রেফতার ৩

    1 day ago

    সরবেরিয়া থেকে কোর্টে যাওয়ার সময় সাক্ষীর গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রাক। জখম শাহজাহান-মামলার সাক্ষী ভোলানাথ।ছেলে-গাড়ি চালকের মৃত্যু। ভাইরাল সিসি ফুটেজ। (Sandeshkhali Case)

    ন্যাজাটকাণ্ডে পরতে পরতে রহস্য। হাইওয়েতে ট্রাকের ধাক্কা। প্রাণে বাঁচলেন সাক্ষী ভোলানাথ। ঘটনাস্থলে ফরেন্সিক টিম। দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? (Sheikh Shahjahan)

    দুর্ঘটনা নয়। পরিকল্পনা করে গাড়িতে ধাক্কা। বিস্ফোরক সাক্ষী ভোলানাথ। বললেন, "আমি গাড়ির সামনে সিটে ছিলাম, পরিকল্পিত করে হয়েছে।" (Bholanath Ghosh)

    দুর্ঘটনা নয়, চক্রান্ত করে খুন। নেপথ্যে ন্যাজাট পঞ্চায়েতের সভাপতি। সহ সভাপতি। বড় ছেলে বলেন, "হুমকি দিতেন সভাপতি সবিতা রায়, সহ সভাপতি মোসলেম শেখ, ট্রাকের চালকও শেখ শাহজাহান ঘনিষ্ঠ।" (TMC News)

    অন্যদিকে মোসলেম বলেন, "সব মিথ্যে, রাজনৈতিক ফায়দা তুলে ওকে দিয়ে মিথ্যে বলাচ্ছে।" সবিতার বক্তব্য, "মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। ফাঁসানো হচ্ছে।"

    শাহজাহান মামলায় সাক্ষীর গাড়িতে ধাক্কা। মৃত ২। তদন্ত হলে পরিষ্কার হবে গোটা ঘটনা। দাবি সন্দেশখালির বিধায়কের।

     দিনের আলোয় কীভাবে ঘটল দুর্ঘটনা? ফাঁকা রাস্তায় কীভাবে উল্টোদিকের লেনে ঢুকে সাক্ষীর গাড়িতে ধাক্কা? কীভাবে এত দ্রুতগতিতে পালাল চালক? ভাইরাল সিসি ফুটেজ।

    ঘাতক ট্রাকের মালিক কে? কেই বা চালাচ্ছিল ট্রাকটি? খাতায় কলমে ট্রাকের মালিক আবদুস সামাদ মোল্লা। প্রতিবশীকে ট্রাক বিক্রি করেছিলেন দাবি পরিবারের।

    শুভেন্দু অধিকারী বললেন, "শাহজাহানকে পাঠাতে হবে ভিন রাজ্যের জেলে।" "বিজেপি শাসিত রাজ্যে কিছু হলে অন্য রাজ্যে পাঠানো হয়?", পাল্টা কুণাল ঘোষ। (Suvendu Adhikari)

    জেলে থেকেও স্বমহিমায়। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকির অভিযোগ সন্দেশখালির আর এক বাসিন্দার।

    নির্বাচন কমিশনের নজরে এবার অসঙ্গতি ভোটার তালিকায় থাকা প্রায় ১৪ লক্ষ। এখনও পর্যন্ত নাম বাদের তালিকায় প্রায় সাড়ে ৫৭ লক্ষ। খবর কমিশন সূত্রে। (Election Commission)

    কমিশনের নজরে সীমান্তবর্তীর জেলার প্রোজেনি ম্যাপিংয়ের পরিসংখ্যান। শুভেন্দু বললেন, "প্রোজেনি ম্যাপিং করে ঘাপলা করবে বলে ভেবেছিল।" (SIR in Bengal)

    বহুতলে বুথ করতেই হবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বাড়ল বুথ বিন্যাসের সময়সীমাও। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল সময়সীমা।

    ফের BLO, BLA-দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের। মিনিটস অফ মিটিংয়ের ছবি আপলোড করতে হবে অ্যাপে। মৃত, স্থানান্তরিতদের ক্ষেত্রে ডিক্লেয়ারেশন আপলোডেরও নির্দেশ।

    মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন? মোদি, শাহ কেন এতটা আগ্রহী? লোকসভায় ভোট চুরির অভিযোগে সরব রাহুল গান্ধী। দেশের জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা, পাল্টা অমিত শাহ।

    বিএলও সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই ফের আক্রান্ত BLO। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে ইট-পাটকেল দুষ্কৃতীদের। ভাঙল জানালার কাচ। তদন্তে পুলিশ।

    নবদ্বীপ, বারাসাতের পর নদিয়ার ফুলিয়া। ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড। জাতীয় সড়কের ধারে বস্তাভর্তি এপিক ঘিরে চাঞ্চল্য। বেশিরভাগই উত্তর ২৪ পরগনার।

    হুমায়ুন কবীরের বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়। দানপাত্র-অ্যাকাউন্টে জমা পড়ল প্রায় ৪ কোটি। শুধুমাত্র ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা পড়ল প্রায় ৩ কোটি।

    সৌদির পরে এবার হুমায়ুনের বাউন্সার-ব্লান্ডার। নিরাপত্তারক্ষী বিতর্কে চক্রান্তের অভিযোগ হুমায়ুনের। বললেন, "হায়দরাবাদের নাম করে স্থানীয় নিরাপত্তারক্ষী, কিছুই জানতাম না, পরে জেনেই ফিরিয়ে দিয়েছি।"

    ইমামদের নিয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের বৈঠক। নাম নথিভুক্তির জন্য হেল্প ডেস্ক খুলল ওয়াকফ বোর্ড। ট্রাইব্যুনালে আবেদনের জন্য সাহায্য করবে ওয়াকফ বোর্ড।

    কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের রাজধানীতে প্রতিবাদ তৃণমূলের। সংসদ ভবনের সামনে সাদা কাগজ নিয়ে বিক্ষোভ সাংসদদের। লুঠ থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা। কটাক্ষ শমীকের।

    বাংলাদেশি সন্দেহে পুশব্যাক। হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনালি বিবি। রামপুরহাট মেডিক্যাল থেকে নিয়ে যাওয়া হল পাইকরে।

    আজ আমতা ফুটবল মাঠে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি হাইকোর্টের। বললেন, "দ্রুত সেঞ্চুরি হবে।"

    ৬ নভেম্বর পুরপ্রধানের পদত্য়াগের নির্দেশের পর আজ আস্থা ভোটের আগেই বনগাঁয় পুরপ্রধানের ইস্তফা। ইমেলে পদত্যাগপত্র গোপাল শেঠের। উচ্ছ্বাস বিরোধী গোষ্ঠীর কাউন্সিলরদের।

    শহরে গতির জেরে জোড়া দুর্ঘটনা। রেড রোডে ল্যাম্পপোস্ট ও গাছে ধাক্কা ফেরারি গাড়ির। বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর।শহরে দুর্ঘটনা কমছে, দাবি পুলিশ কমিশনারের।

    ৫ হাজার টাকার টিকিট ৩৫ হাজার টাকা। কীভাবে এত টাকা দাবি করছে বিমান সংস্থাগুলি? ইন্ডিগো বিপর্যয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র।

    মহাশূন্যে কীভাবে নিজেকে বুস্ট আপ করতেন? খাওয়া-দাওয়া থেকে ঘুম, ভেসে থাকা দিনগুলো কাটত কীভাবে? ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে এসে অভিজ্ঞতা ভাগ শুভাংশু শুক্লার।

    Click here to Read More
    Previous Article
    West Bengal Weather Update: শীতের দাপট অব্য়াহত, বুধবারের চেয়ে সামান্য কমল কলকাতার তাপমাত্রা
    Next Article
    Parliament Winter Session Live Updates: Rajya Sabha To Resume Debate On Electoral Reforms, Vande Mataram

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment