১। এসআইআর শুনানি শুরু হতেই কমিশনকে আক্রমণে অভিষেক। বাংলাকে টার্গেটের অভিযোগে ৩১ ডিসেম্বর দিল্লিতে দরবার। জবাব না মিললে ঘেরাওয়ের ডাক।
অভিষেকের 'দিল্লি-চলো'
১এ। বছর শেষের দিনই জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাওয়ার হুঙ্কার অভিষেকের। পাল্টা আক্রমণে বিজেপি।
(সট- অভিষেক- ৩১ তারিখ আমি দিল্লি যাব, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবো+ সুকান্ত- একশোবার যাবেন যুক্তি নিয়ে যাবেন)
'জবাব' বনাম 'যুক্তি'
২। এসআইআর আবহে এবার ময়দানে নামার হুঁশিয়ারি অভিষেকের।
(সট- ২ জানুয়ারি থেকে রাস্তায় নামবো, বিস্তারিত রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাব, + সুকান্ত- পথে নামুন, ধুলো দেখুন, ঘাস দেখুন)
'২ তারিখ থেকে রাস্তায়'
২এ। শুনানি পর্ব শুরুর দিনই মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা অভিষেকের। ভয় পেয়ে এসব মন্তব্য কটাক্ষ বিজেপির।
(সট- অভিষেক- আজকে প্রায় ১ মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু-ভ্যানিশবাবু কোনও সদুত্তর তাদের থেকে আমরা পাইনি।)
অভিষেকের 'ভ্যানিশ' আক্রমণ
৩। SIR নিয়ে কমিশনকে নিশানা অভিষেকের। পাল্টা অভিষেককে আক্রমণ শুভেন্দুর।
(সট- তৃণমূল প্রথম থেকে SIR-এর বিরোধিতা করেছে, 'যে তথ্যের কথা বলছেন, সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যান)
অভিষেককে আক্রমণ শুভেন্দুর
৪। CEO দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভ। নিরাপত্তা বাড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের। দেওয়া হল ওয়াই প্লাস ক্যাটিগরির সুরক্ষা।
বাড়ল CEO-র নিরাপত্তা
৪এ। SIR-আবহে ফের রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার। ৩০ ডিসেম্বর রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। খতিয়ে দেখবেন শুনানির কাজ। জরুরি পর্যায়ে করবেন বৈঠক।
ফের রাজ্যে জ্ঞানেশ ভারতী
৫। খসড়া তালিকা প্রকাশের পর শুরু SIR শুনানি। প্রথম ধাপে ডাকা হচ্ছে নো ম্যাপিংয়ের ৩২ লক্ষ ভোটারকে। শুনানির দায়িত্বে ERO, AERO-রা। রয়েছেন মাইক্রো অবজার্ভাররাও।
শুরু SIR শুনানি
৫এ। হিয়ারিং পর্ব শুরু হওয়ার পরই শুরু বিতর্ক।
(সট- অরূপ বিশ্বাস- যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট, সেটাই পূরণ করার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন+ সুকান্ত- নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে)
শুনানিতে 'বিতর্ক' শুরু
৬। SIR শুনানিতে তৃণমূল সাংসদের পরিজনদের ডাক। চক্রান্তের অভিযোগ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। কোথাও কোনও সংযুক্তিকরণ না দেখানোতেই SIR-শুনানিতে তলব। পাল্টা দাবি কমিশনের।
কাকলির পরিবারকে ডাক
৬এ। (কাকলির ফোনো - কমিশনকে নিশানা) SIR শুনানিতে পরিবারের সদস্যদের ডাকায় একযোগে বিজেপি ও কমিশনকে আক্রমণ তৃণমূল সাংসদের। কোনও নথির সমস্যা হতেই পারে, এত ভয় কীসের, খোঁচা বিজেপির।
শুনানি-সংঘাত
৬বি। খসড়া তালিকায় রয়েছে নাম। তারপরেও ডাক পড়ল শুনানিতে। হেনস্থার অভিযোগে সরব খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক। বৈধ ভারতীয় ভোটারের ডকুমেন্ট শুনানিতে দেখালেই হল, সমস্যা কী। কটাক্ষ বিজেপির।
শুনানিতে 'হেনস্থা'
৭। শুরু SIR-এর শুনানি প্রক্রিয়া। ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটারের বাড়িতে গিয়ে হবে শুনানি। অসুস্থ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে কথা বলবে কমিশন। খবর সূত্রের।
'৮৫-র ঊর্ধ্বে বাড়িতে শুনানি'
৭এ। BLO অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়। নাম বাদ নিয়ে আপত্তি থাকলে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের।
'আনম্যাপড হলেই বাদ নয়'
৭বি। BLO সোনালি চক্রবর্তীকে শোকজ কমিশনের। BLO অধিকার রক্ষা কমিটির আন্দোলনের মুখ সোনালি চক্রবর্তী। BLO-র কাজ না করায় সোনালি চক্রবর্তীকে শোকজ কমিশনের।
শোকজ BLO
৮। বনগাঁয় মহকুমা শাসকের অফিসের সামনে শুরু হিয়ারিং। আতঙ্কে মতুয়ারা।
(সট- 271225 show n24 nad sir matua hearing std (প্যাকেজ থেকে বাইট আতঙ্ক নিয়ে।)
শুনানি-'আতঙ্কে' মতুয়ারা
৮এ। CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল। পর্যাপ্ত সময় না দিয়েই শুনানি। কমিশনকে নিশানা তৃণমূলের। নাম বাদ গেলে বাদ দেবে। পাল্টা বিজেপি।
কমিশনকে নিশানা তৃণমূলের
৯। ভুল ম্যাপিং করেছে কমিশন। খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চলছে শুনানি, নিজের পাড়ায় সরেজমিনে ফিরহাদ হাকিম। জনগণ হাসিমুখে SIR মেনে নিয়েছে। পাল্টা দাবি বিজেপির।
'খেসারত' বনাম 'হাসিমুখ'
৯এ। SIR নিয়ে হুমকি। তৃণমূল বিধায়ককে পাল্টা হুমকি সুকান্ত মজুমদারের।
(সট- সুকান্ত- হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস) + (রমেন্দু- 'তৃণমূলের ছেলেরাও হাতে চুড়ি পরে নেই, আমরা সিপিএমকে তাড়িয়েছি)
'কাঁচা বাঁশ' পাল্টা 'হাতে চুড়ি'
৯বি। SIR-এর শুনানি চলাকালীন আসানসোলে উত্তেজনা। বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি। স্লোগান, পাল্টা স্লোগান।
শুনানিতে বিজেপি Vs তৃণমূল
৯সি। ৩ তলায় বয়স্ক ও অসুস্থ মানুষ উঠতে পারছেন না। কেন ১ তলায় ব্যবস্থা করা হয়নি। প্রশ্ন তুলে কমিশনকে নিশানা উত্তর হাওড়ার তৃণমূল বিধায়কের। (অ্যাম্বি...)
শুনানি কেন্দ্রে ধমক!
১০। ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্মম অত্যাচার। সরব মুখ্যমন্ত্রী। তদন্তের জন্য ওড়িশায় রাজ্য পুলিশের টিম।
খুন পরিযায়ী শ্রমিক, সরব মুখ্যমন্ত্রী
১১। বিজেপি নেতার ভাইকে গ্রেফতার ও পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ। নন্দীগ্রাম থানায় শুভেনদু অধিকারী। (শুভেনদু - কোথায় দাবাং IC? এপ্রিলে নতুন সরকার এলে দেখে নেব)
নন্দীগ্রাম থানায় তুলকালাম
১১এ। নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের অভিযোগ। রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। যা করা হয়েছে তা নিয়ম মেনেই। কোর্টে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। দাবি, ভারপ্রাপ্ত পুলিশ সুপারের।
নন্দীগ্রামকাণ্ডে রিপোর্ট তলব
১২। ফের RSS নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের। (হুমায়ুন - সনাতনীদের তোষণ + মমতার আমলে RSS-এর শাখা বেড়েছে) (অরূপ - উনিশে বিজেপির টিকিটে কে দাঁড়িয়েছিল)
হুমায়ুনের RSS-খোঁচা
১২এ। মিশন ২৬, টার্গেট বাড়াচ্ছেন হুমায়ুন কবীর। (হুমায়ুন - ISF ও মিমের সঙ্গে জোট করব + ১৮২ আসনে লড়ব)
১৮২ আসনে লড়ার হুঙ্কার
১৩। (অ্যাম্বি...গীতার শ্লোক) গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর। ঘটনার নিন্দা করে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গীতার শ্লোক উঠে এল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে।
পরিকল্পিত ঘটনা, যতই বলুক লাভ হবে সনাতনীদের। রাহুল।
১২বি। দক্ষিণ দিনাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন কমিটি নিয়ে অসন্তোষ। অভিষেক ভার্চুয়াল বৈঠকের পর দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি।
বালুরঘাটে তৃণমূলের কোন্দল
১৩। নৈরাজ্যের বাংলাদেশে এবার বিস্ফোরণ। আহত ৪। ঢাকার কেরানিগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ। ধুলিসাৎ দুটি ঘর। ফাটল একাধিক ঘরে। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার বোমা।
নৈরাজ্যের বাংলাদেশে বিস্ফোরণ
১৩এ। নৈরাজ্যের বাংলাদেশে এবার জেমসের কনসার্টে হামলা। সকুলের অনুষ্ঠানে ঢুকতে চেয়ে তাণ্ডব বহিরাগতদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান।
জেমসের কনসার্টে হামলা
১৩সি। বাংলাদেশে হিন্দু নিধন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভ হিন্দু সম্প্রদায়ের সদস্যদের। (অ্যাম্বি..)
লন্ডনে প্রতিবাদ-বিক্ষোভ
১৪। ব্যবসায়ীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। মুম্বই পুলিশের জালে গড়ফার তরুণী। ব্যবসায়ীর থেকে ২ দফায় ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
ব্যবসায়ীকে 'ব্ল্যাকমেলিং', গ্রেফতার তরুণী
১৪এ। বছরের শেষ লগ্নে কনকনে ঠান্ডা। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-র ঘরে। জেলায় কুয়াশার দাপট। উত্তর ভারত জুড়েও প্রবল ঠান্ডা। উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট।
জাঁকিয়ে শীত
যুদ্ধ থেকে ট্রাম্প-ট্য়ারিফ! শুভাংশুর স্পেস জার্নি থেকে সুনীতার কামব্য়াক! সাল শেষের আনন্দ, ফিরে দেখা: বিজ্ঞান ও বিশ্ব। রাত ১১টা।
ফিরে দেখা: বিজ্ঞান ও বিশ্ব
১৫। হরমনপ্রীতদের বিশ্বজয় থেকে যুবভারতীতে মেসি-Mess। ২২ গজে 'অপারেশন সিঁদুর' থেকে বিশ্বকাপের কাউন্টডাউন। সাল শেষের আনন্দ, ফিরে দেখা: খেলাধুলো। বিকেল ৫।
ফিরে দেখা: খেলাধুলো