Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB News Live: পরিযায়ী শ্রমিকদের জন্য নিয়ম শিথিল করল নির্বাচন কমিশন

    2 days ago

    রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড় জারি রয়েছে। আজও কলকাতায় ১০ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে কলকাতা। বেলা পর্যন্ত কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  বীরভূম,  পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

    আক্রমণ, পাল্টা আক্রমণ। SIR আবহে, এই কনকনে ঠান্ডাতেও উত্তপ্ত রাজ্য় রাজনীতি। মঙ্গলবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে, SIR নিয়ে মারাত্মক অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ভুলভাল করছে নির্বাচন কমিশন। যেসব অ্যাপ করেছে বিজেপির IT সেলকে দিয়ে, সেগুলো বেআইনি, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এদিকে, তৃণমূলকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, এদের ১৪ ফেব্রুয়ারির পর বলতে হবে নির্বাচনে আমরা যাব না। ৫৮ লাখ বাদ গেছে। বাকিটা ১৫ ফেব্রুয়ারি বলব।

    'নিশ্চয়ই মন্ত্রী হব। মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেব কী করে?' রানাঘাটের সভা থেকে এভাবেই মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। কিন্তু রাজ্যে বিজেপি কি ক্ষমতায় আসবে? তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।

    নন্দীগ্রামে শহিদ স্মরণ দিবস কর্মসূচিতে শুভেন্দু অধিকারী । '২০০৮ থেকে শহিদ তর্পণ দিবস পালন করি' । শহিদ বেদিতে মাল্যদান বিরোধী দলনেতার । 'আগামী দিনে প্রকৃত পরিবর্তন এলে নন্দীগ্রামের মানুষ খুশি হবেন'। 'নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়'। 'নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন'। '১ লক্ষ ৮ হাজার ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি মুখ্যমন্ত্রী'। 'আন্দোলনের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের উনি বিপদে ফেলে চলে গেছেন'।

    নোবেলজয়ী অর্থনীতিবিদকেও SIR-শুনানির নোটিস ! 'নামের ভুল কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে নোটিস'। 'নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে যাবেন BLO'। অমর্ত্য সেনকে শুনানির নোটিস নিয়ে দাবি কমিশনের: সূত্র।

    Click here to Read More
    Previous Article
    Abhishek on Sukanta : 'আপনি কি স্টপেজ মিনিস্টার ? এই অহঙ্কারের কারণেই উনি প্রাক্তন হবেন', ফের অভিষেকের নিশানায় সুকান্ত
    Next Article
    How Illegal Coal Mining Case Put I-PAC Under Probe Agency Radar, Led To Raids

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment