Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB News Live: ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন-সেলিম 'জোট' বৈঠক

    2 days ago

    ১। আমদাবাদের সমৃতি উস্কে বারামতীতে ভেঙে পড়ল প্রাইভেট জেট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের। রানওয়ে থেকে কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল বিমান।
    ভাঙল বিমান, মৃত্যু অজিত পাওয়ারের


    ২। রাজনৈতিক কর্মসূচিতে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। সকাল ৮.৪৫-এ ভেঙে পড়ে বিমান। যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা, খবর ডিজিসিএ সূত্রে।
    যান্ত্রিক ত্রুটিতেই ভাঙল বিমান

    ৩। বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের আগে মে ডে কল পাইলটের। মেলে অনুমোদনও। তবু নামার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান।
    অবতরণের আগেই দুর্ঘটনা

    ৪। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, থেকে রাহুল গান্ধীর।
    সট প্রিয়াঙ্কা গান্ধী -
    শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    ৫। অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্ত দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
    (সট মমতা - ইজিত পাওয়ার পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই।)
    তদন্ত দাবি মমতার

    ৫। মৃত্যুপুরী আনন্দপুর। আজ আরও তিন দেহাংশ উদ্ধার। মৃত বেড়ে ১৯। ভস্মীভূত গোডাউন থেকে আজও ধোঁয়া। গ্যাস কাটার এনে শুরু ধ্বংসস্তূপ সরানোর কাজ।
    মৃত্যুপুর আনন্দপুর!

    ৬। আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার গোডাউনের মালিক। তিন দিনের মাথায় পুলিশের জালে পূর্ব মেদনীপুরের খেজুরির গঙ্গাধর দাস।
    গ্রেফতার গোডাউন মালিক

    ৮। নীরব' ছিলেন মোদি। সিঙগুরে শিল্প ও কৃষির সহাবস্থানের বার্তা মমতার।
    সট মমতা- সিঙ্গুরে অনেক কর্মসংস্থান হবে। শিল্পও হবে, কৃষিও থাকবে।
    'সিঙ্গুরে একসঙ্গে কৃষি-শিল্প'

    ৯। সিঙগুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই আক্রমণ শুভেন্দুর।
    শুভেনদু সট - রতন টাটা বলেছিলেন ব্যাড এম ছেড়ে গুড এম-এর কাছে যাচ্ছি। উনি সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছেন, কিছুই হয়নি।
    শুভেন্দুর 'ব্যাড M' এম খোঁচা

    ১০। ফের SIR নিয়ে বিজেপি, কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। SIR-এর নামে চক্রান্ত করে নাম কাটছে। এটা গণতন্ত্র স্বৌরাচার নয়। এনআরসি হবে না। হুঙ্কার মমতার।
    মমতার SIR-আক্রমণ

    ১০এ। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। মোদির দাবি খারিজ করে পাল্টা দাবি মুখ্যমন্ত্রীর।
    সট মমতা - এক দম মিথ্যে কথা। আমি প্রচুর বি পাঠিয়েছিলাম।
    ভাষা-স্বীকৃতির কৃতিত্ব কার?

    ১১। মল্লিক বাজারে মহিলাকে ধাক্কা মেরে চম্পট! পুলিশি নজর এড়াতে গাড়ির চাকা বদল। ৪ দিন পর লেক গার্ডেন্স থেকে গ্রেফতার চিকিৎসক। অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা রুজু।
    গাড়ির ধাক্কা, গ্রেফতার চিকিৎসক

    ১১এ। ঝাড়খণ্ডের রামগড়ে সরস্বতীর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র রণক্ষেত্র। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। আক্রান্ত ৪ পুলিশকর্মী সহ অন্তত ১৫। গ্রেফতার ১০।
    বিসর্জন ঘিরে ধুন্ধুমার

    ১১বি। জম্ম-কাশ্মীরের সোনমার্গে তুষারধস। সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ ভিডিও। হতাহতের খবর নেই।
    সোনমার্গে তুষারধস
    -----------
    ১৪। ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ মৃত ৫। বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত হোক’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

    ১৪এ। দিল্লি যাওয়া স্থগিত করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর আজ সিঙ্গুরে সভা মমতা
    বন্দ্যোপাধ্যায়ের। শিল্প নিয়ে নীরব ছিলেন মোদি, কী বলবেন মুখ্যমন্ত্রী?
    ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত

    ১৪বি। আজ দুর্গাপুর-আসানসোলে গুচ্ছ কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতির। ফের রাজ্যে অমিত শাহ, ৩১ জানুয়ারি সভা করবেন ব্যারাকপুরে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
    ঘণ্টাখানেক সঙ্গে সুমন

    ১৪সি। নাজিরাবাদের গোডাউনের ভয়াবহ আগুনে লাফিয়ে বাড়ছে মৃত্যু। দৃষ্টান্তমূলক শাস্তি হবে দোষীদের? দায় এড়াতে পারে প্রশাসন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
    ঘণ্টাখানেক সঙ্গে সুমন

    Click here to Read More
    Previous Article
    মাঝরাস্তায় আচমকা গাড়ির চাকায় দাউদাউ আগুন, দুর্ঘটনার কবলে এমবাপের সতীর্থ
    Next Article
    Ajit Pawar's Plane May Have Missed Satellite Safety Gear By Just 28 Days

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment