Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Virat Kohli: 'কোহলির নাম না নিলে ডাল রুটি উপার্জন হয় না', কার উদ্দেশে এমন মন্তব্য করলেন বিরাটের দাদা বিকাশ?

    1 week ago

    নয়াদিল্লি: আর দিন দু'য়েকের অপেক্ষা, তারপরেই নতুন বছরে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন বছরে তাঁর সামনে আরও না না কীর্তি গড়ার সুযোগ। ২০২৬-র আন্তর্জাতিক সফরের শুরুটা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই (IND vs NZ) করবেন কোহলি। সেই সিরিজ় শুরুর আগেই বিস্ফোরক তাঁর দাদা বিকাশ (Vikas Kohli)।

    'কিং কোহলি'-র সমালোচকদের এক হাত নিলেন বিকাশ। যদিও কারুর নাম উল্লেখ করেননি তিনি, তবে সোশ্যাল নাম না করেই সোশ্যাল মিডিয়ায় সিনিয়র কোহলি লেখেন, 'মনে হচ্ছে বিরাট কোহলির নাম উল্লেখ না করলে লোকজনের ডাল রুটি উপার্জন হয় না।' 

    প্রসঙ্গত উল্লেখ্য নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে ইতিমধ্যেই বুধবার, ৭ জানুয়ারি বিরাট কোহলি বঢোদরায় পৌঁছে গিয়েছেন। সেখানে আবার বিমানবন্দরে বিপত্তি। কোহলিকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা খুবই স্বাভাবিক। তিনি যেখানেই যান সেই খ্যাতি, উত্তেজনার আঁচ টের পাওয়া যায়। বঢোদরায়ও কোহলিকে এক ঝলক দেখার জন্য বঢোদরায় হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন।

    তবে বাড়তি উত্তেজনার ফল সবসময় যে ভাল হয় না, তা বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইরে আরসিবির আইপিএল জয়ের পর ১১ জনের পদপিষ্ট হওয়ার ঘটনাই প্রমাণ করে দিয়েছিল। বঢোদরায় তেমন কিছু হয়নি। তবে এখানেও কোহলিকে স্পর্শ করার জন্য বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক কার্যত ঠেলাঠেলি শুরু করে দেয়। তাঁর নাম নিয়ে রনধ্বনি উঠে। সেই প্রবল ভিড় ও চাপের মাঝেই কেউ কোহলিকে দেখার জন্য এগিয়ে যান, তো কেউ আবার তাঁকে স্পর্শ করার জন্য হাত বাড়ান।

     

    বিরাট সমর্থকদের সরে দাঁড়াতেও বলেন। তা সত্ত্বেও ভিড় সরানোই দায় হচ্ছিল। শেষমেশ কোনওক্রমে কোহলিকে তাঁর গাড়িতে পৌঁছে দেন নিরাপত্তারক্ষীরা।                                                                                             

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, নিউজ়িল্যান্ড সিরিজ় খেলার ছাড়পত্র পেলেন শ্রেয়স-রিপোর্ট
    Next Article
    Varun Dhawan: 'বর্ডার ২'-এর অভিনয় নিয়ে প্রশ্নের মুখে বরুণ ধবন, ট্রোলিংয়ের সপাট জবাব অভিনেতার!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment