Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Viral News: মৃত মহিলাকে জীবিত সাজিয়ে বিমানে তুলল পরিবার? মারাত্মক অভিযোগ, তার পর যা ঘটল…

    2 days ago

    নয়াদিল্লি: বিমানযাত্রা এখনও সাধারণ মধ্য়বিত্তের নাগালের বাইরে। উচ্চবিত্ত, ধনী ব্যক্তিরাই নিয়মিত বিমানযাত্রা করেন। কিন্তু সেই বিমানযাত্রাই দিনে দিনে বিভীষিকার পরিণত হচ্ছে। পর পর দুর্ঘটনা, বিপত্তির ঘটনা সামনে আসছিল যেমন, অব্যবস্থার অভিযোগও সামনে আসছিল লাগাতার। সেই আবহেই, এবার মৃত মহিলাকে জীবিত দাবি করে বিমানে তোলার অভিযোগ উঠল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Dead Woman on Flight)

    স্পেনের মালাগা থেকে লন্ডনের গ্যাটওয়েক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়া EasyJet-এর একটি বিমান মৃত মহিলাকে জীবিত সাজিয়ে তোলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ৮৯ বছর বয়সি এক মহিলাকে রীতিমতো ধরে বেঁধে বিমানে তোলা হয়। পরিবারের পাঁচ সদস্য মিলে এই কাণ্ড ঘটান। ওই মহিলা ক্লান্ত, ঘুমিয়ে পড়েছেন বলে দাবি করেন তাঁরা। সেই মতো ধরেবেঁধে বিমানে তোলেন। (Viral News)

    ওই বিমানের অন্য যাত্রীরা জানিয়েছেন, হুইলচেয়ারে বসানো অবস্থায় মহিলাকে নিয়ে বিমানে ওঠেন পরিবারের লোকজন। মহিলার গলায় ‘নেক ব্রেস’ ও ‘নেক পিলো’ পরানো ছিল। গ্রুপ সিট পর্যন্ত হুইলয়চেয়ারে বসিয়েই নিয়ে যাওয়া হয় মহিলাকে। এর পর হুইলচেয়ার থেকে চাগিয়ে তুলে আসনে বসানো হয়। বিমানে ওঠার অনেক আগেই ওই মহিলা মারা যান এবং তাঁকে জীবিত সাজিয়ে বিমানে তোলা হয় বলে অভিযোগ যাত্রীদের একাংশের। 

    কিন্তু মৃত মহিলাকে নিয়ে বিমানে উঠলেন কী করে তাঁর পরিবারের লোকজন? অভিযোগ, ওই মহিলা অসুস্থ, ক্লান্ত এবং ঘুমিয়ে পড়েছেন বলে বিমানবন্দেরর কর্মীদের জানানো হয়। এমনকি পরিবারের লোকজন নিজেদের চিকিৎসক বলেও দাবি করেন বলে খবর। ওই মহিলাকে নিয়েই বিমানটি উড়ানের প্রস্তুতি নেয়। ট্যাক্সিওয়ে ছেড়ে রানওয়ের দিকে এগোয়। কিন্তু যাত্রীদের অভিযোগ অনুযোগ শুনে বিমানকর্মীদেরও সন্দেহ জাগে। সেই মতো পরীক্ষা করলে মহিলা মৃত বলে দেখা যায়। সঙ্গে সঙ্গে দাঁড় করানো হয় বিমান। ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ট্যাক্সিওয়েতে। 

    এই পরিস্থিতিতে বিমানের উড়ান ১২ ঘণ্টার জন্য স্থগিত হয়ে যায়। গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। এক যাত্রী লেখেন, “EasyJet কি আজকাল মৃত যাত্রীও বিমানে তুলছে?” ওই পরিবারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও করছেন অনেকে। EasyJet-এর দাবি, উড়ানের জন্য প্রয়োজনীয় ‘ফিট টু ফ্লাই সার্টিফিকেট’ ছিল ওই বৃদ্ধার নামে। বিমানে ওঠার সময়ও তিনি জীবিত ছিলেন বলে মনে করছে তারা। যদিও যাত্রীরা এই যুক্তি মানছেন না। তাঁদের দাবি, ইচ্ছাকৃত ভাবেই মৃত মহিলাকে জীবিত সাজিয়ে বিমানে তোলা হয়। 

    পেত্রা বডিংটন নামের এক যাত্রী বলেন, “EasyJet-এর কর্মীরা কী করছিলেন? পাঁচ বার করে জানতে চাওয়া হচ্ছিল ওই মহিলা ঠিক আছেন কি না। তিনি যে ঠিক নেই, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। খালিচোখেই বোঝা যাচ্ছিল মারা গিয়েছেন তিনি। শরীর একেবারে নেতিয়ে পড়েছিল। সেই অবস্থায় সকলের যাত্রাভঙ্গ করতে ওঁকে তোলা হয়। মদ্যপান করে থাকলেও বিমানে উঠতে দেওয়া হয় না। আর সেখানে কি না মৃত মহিলাকে তোলা হল?”

    শেষ পর্যন্ত ওই মৃত মহিলাকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর ঠিক ঘটেছে স্পষ্ট নয়। পরিবারের লোকজনের ব্যাপারেও কিছু জানা যায়নি। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে বলে খবর নেই।

    Click here to Read More
    Previous Article
    Modi News BREAKING : প্রবল কুয়াশা, নদিয়ায় নামতেই পারল না মোদির কপ্টার, ফিরল কলকাতায়
    Next Article
    Shubman Gill Dropped: সহ অধিনায়কত্ব কেড়ে নিয়ে টি-২০ বিশ্বকাপের দল থেকে ছাঁটাই শুভমন! কারণ জানালেন সূর্যকুমার-আগরকর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment