Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    ‘ভারতে হলে তো তুলোধোনা চলত’, মেলবোর্নের ‘মারণ পিচ’ নিয়ে বিস্ফোরক পিটারসেন

    9 hours ago

    সোশাল মিডিয়ায় আর কী লিখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগের কথা। ইডেনে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। মাত্র আড়াই দিনেই টেস্ট হেরেছিল ভারত। যা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও দু’দিনে টেস্ট শেষ হয়েছে। তাও আবার দু’বার। পারথ এবং মেলবোর্নে। এই পরিস্থিতিতে মেলবোর্নের ‘মারণ পিচ’ নিয়ে সুর চড়িয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তাঁর মতে, ভারতে হলে তো ‘তুলোধোনা’ চলত। অস্ট্রেলিয়ার জন্যও নিয়ম এক হওয়া উচিত।

    প্রথম দিনেই মেলবোর্নে শেষ হয়ে গিয়েছিল চতুর্থ টেস্টের অর্ধেক খেলা। পড়েছিল ২০ উইকেট। যা অ্যাশেজে ১১৬ বছরে নজিরও। এর আগে ১৯০৯ সালে মেলবোর্নেই এক দিনে এতগুলো উইকেট পড়েছিল। এখানকার পিচে ১০ মিলিমিটার ঘাস ছিল। যা নিয়ে কম চর্চা চলছে না। এমন ‘সবুজ গালিচা’র মতো পিচ দেখে দুই দলই স্পিনারকে বাদ রেখে মাঠে নামতে বাধ্য হয়। আর শনিবার সব মিলিয়ে পড়ল ১৬ উইকেট। শেষ পর্যন্ত ৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দু’দিনেই টেস্ট জয়ের স্বাদ পেল বেন স্টোকসের দল। 

    মাত্র দু’দিনে টেস্ট শেষ হয়েছে বলে কম সমালোচনা চলছে না। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন সোশাল মিডিয়ায় লেখেন, ‘যখন ভারতের মাটিতে প্রথম দিন একইভাবে উইকেট পড়ে, তখন তো রীতিমতো তুলোধোনা চলে। সেই সময় ভারতকে নিশানা করা হয়। তাহলে অস্ট্রেলিয়া ছাড় পাবে কেন? এই পিচ নিয়ে তো তদন্ত করা উচিত। আশা করি তদন্ত হবে। সকলের জন্য নিয়ম এক হওয়া উচিত।’

    চলতি অ্যাশেজের প্রথম টেস্ট হয়েছিল পারথে। সেদিন দুই দলের দুই ইনিংস মিলিয়ে পড়েছিল ১৯ উইকেট। খেলাও শেষ হয়েছিল মাত্র দু’দিনে। তবে কেউ সেখানকার পিচ নিয়ে রা করেননি। পিটারসেন তো বটেই, এই ঘটনায় ক্ষুব্ধ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তাঁর মতে, এমন পিচ বানিয়ে আখেরে ব্যাটারদের সঙ্গে অন্যায় হচ্ছে। কিন্তু এসবে কি চিঁড়ে ভিজবে? আইসিসি কি কোনও ভূমিকা নেবে? এই প্রশ্নের অবশ্য উত্তর পাওয়া কঠিন।

    Click here to Read More
    Previous Article
    Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
    Next Article
    বিপিএলের ম্যাচ শুরুর ঠিক আগে মাঠেই হার্ট অ্যাটাক, প্রয়াত বাংলাদেশি কোচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment