Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vaibhav Suryavanshi: বিরাটকে টেক্কা দেওয়া শুরু করে দিলেন, যুব বিশ্বকাপের মঞ্চেই বিরাটকে ছাপিয়ে গেলেন সূর্যবংশী

    5 days ago

    মুম্বই: বিস্ময় বালক তিনি! মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মঞ্চে নেমে আলোড়ন ফেলে দিয়েছিল সে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ইন্ডিয়া এ দলের জার্সিতেও খেলে রেকর্ড গড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ছাপিয়ে গেল সে বিরাট কোহলিকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছে বৈভব। যুব দলের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক রানের মালিক এখন বৈভব সূর্যবংশীই। বিরাট কোহলি এতদিন যে তালিকায় সবার ওপরে ছিলেন।

    যুব দলের ক্রিকেটার হিসেবে ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন বৈভব। ঝুলিতে পুরে ফেলেছেন ১০০০-র বেশি রান। এই তালিকায় এতদিন ভারতীয়দের মধ্যে সবার ওপরে ছিলেন। বিরাট কোহলি। ৯৭৮ রান করেছিলেন তিনি। 

    এখনও পর্যন্ত বৈভব যে যে রেকর্ড গড়েছে

    আইপিএলের ইতিহাসে সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে সেঞ্চুরি করেছিল সে। ১৩ বছর বয়সে রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ১০০ রানের ইনিংস খেলেছিল সে।

    মাত্র ১২ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছিল। রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে খেলার রেকর্ড গড়েছে বৈভব।

    বৈভবের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওর ইতিবাচক মানসিকতা। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে পছন্দ করে। পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকানো যেন এই কিশোোরের কাছে জলভাত। প্রতিপক্ষ দলের প্লেয়ারদের মনোবল ভেঙে দিতে ওস্তাদ বৈভব।

    বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একশো ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারে। যুব বিশ্বকাপে এই নজির কেউ গড়তে পারেনি। 

    অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একশো ছক্কার মালিক হয়ে যাবে বিহারের এই কিশোর ব্যাটার। উল্লেখ্য, ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ ওযান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভবের। ইতিমধ্যেই ৮০টি ছক্কা হাঁকিয়ে ফেলেছে সে।

    ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেছে বৈভব। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছে সে৷

    বৈভবের ব্যাটিং দেখে গোটা বিশ্ব চমকে গিয়েছে৷ অনেক প্রাক্তন ক্রিকেটারই কিশোর এই ব্যাটারকে দ্রুত ভারতীয় সিনিয়র দলে দেখতে মরিয়া৷ সচিন তেন্ডুলকর ১৬ বছর বয়সে ভারতের জাররাইতে ডেবিউ করেছিলেন। এবার কি বৈভব সূর্যবংশী সচিনের রেকর্ড ভেঙে দেবেন? উত্তর হয়ত সময়ই দেবে। 

    Click here to Read More
    Previous Article
    Shubman Gill: বিষাক্ত জল-কাণ্ডের পরেই ব্যক্তিগত ওয়াটার পিউরিফায়ার নিয়ে ইনদওরে হাজির শুভমন গিল!
    Next Article
    Shreyanka Patil: WPL-র ইতিহাসে কনিষ্ঠতম বোলার হিসেবে এই অনন্য নজির গড়লেন শ্রেয়ঙ্কা পাতিল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment