Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Unnao Case: কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা উন্নাওয়ের নির্যাতিতার

    1 day ago

    নয়াদিল্লি: দিল্লি হাইকোর্ট ন্যায়বিচার দিতে পারেনি, সুপ্রিম কোর্টে ভরসা আছে। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের বিরোধিতা করে মন্তব্য নির্যাতিতার। ধর্ষকদের জামিন, এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা - এটি কেমন ন্যায়বিচার? X হ্যান্ডলে প্রশ্ন তুললেন রাহুল গাঁধী। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী।  

    উন্নাওকাণ্ডে নির্যাতিতা বলেছেন, 'এটা দেশের প্রথম রায়, যেখানে ধর্ষণে অভিযুক্তকে শাস্তি না দিয়ে আদালত জামিন দিয়েছে।'

    উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে বিচারপতি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী।

    নির্যাতিতা জানিয়েছেন, এই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনিও। উন্নাওকাণ্ডে নির্যাতিতা বলেছেন, 'আমি এখনও সুপ্রিম কোর্টে কোনও আবেদন করিনি। আবেদন করব। আমার আশা, সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাব।'

    মঙ্গলবার দিল্লি হাই কোর্টের রায়ের পর ইন্ডিয়া গেটের কাছে অবস্থান শুরু করেন নির্যাতিতা এবং তাঁর মা। রাতে জোর করে তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয় পুলিশ। ন্যায়বিচারের দাবিতে নির্যাতিতা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন। কিন্তু তা না হওয়ায় বুধবার রাতে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর মা।

    নির্যাতিতা বলেছেন, 'রাহুল গাঁধী আশ্বাস দিয়েছেন, আপনাকে ন্যায় পেতে সাহায্য করব। সব রকম আইনি সহায়তা দেব। আপনার সঙ্গে অন্যায় হয়েছে।'

    নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানার পোস্ট করা পুলিশি ধরপাকড়ের ভিডিও রিপোস্ট করে রাহুল গাঁধী X হ্যান্ডলে লিখেছেন - গণধর্ষণের শিকার মহিলার সঙ্গে কি এই ধরনের আচরণ ন্যায্য? তাঁর 'দোষ' কি সাহস করে ন্যায়বিচারের জন্য আওয়াজ তোলা? ধর্ষকদের জামিন, এবং নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা - এটি কেমন ন্যায়বিচার? আমরা কেবল মৃত অর্থনীতি নই - এই ধরনের অমানবিক ঘটনার সঙ্গে আমরা মৃত সমাজেও পরিণত হচ্ছি।

    নির্যাতিতার মা বলেছেন, 'প্রধানমন্ত্রী দেখা করেননি, মুখ্যমন্ত্রী দেখা করেননি। আবেদন করব, সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে ন্যায় মিলবে। ওঁরা তো দেখা করতে চাইছেন না। হাইকোর্ট তো আমাদের ন্যায় দিতে পারেনি, সুপ্রিম কোর্টে ভরসা আছে।'

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হয়েছে। বিজেপির জোটসঙ্গী উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন। এই নিয়ে সম্পূর্ণ নীরব বিজেপি। এটাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে 'বেটি বাঁচাও'-এর বাস্তবতা। যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা মুক্তি পায় এবং মন্ত্রীরা নির্যাতিতাদের উপহাস করে, তখন আমরা প্রতিটি কন্যা, নারী, পরিবারকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ হই।

    ২০১৯ সালের ২০ ডিসেম্বর। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত, প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির তিস হাজারি আদালত। মঙ্গলবার, দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেয়। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দুই আইনজীবী।

    Click here to Read More
    Previous Article
    Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন
    Next Article
    সুস্থ হয়ে উঠে ব্যাটিং শুরু, কবে নীল জার্সিতে ফিরছেন শ্রেয়স?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment