Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Tollywood New Film: ধর্ম আর সম্পর্কের গল্প নিয়ে কিঞ্জল, লোকনাথের নতুন সিনেমা! খবর দিচ্ছে এবিপি লাইভ

    2 weeks ago

    কলকাতা: এই ছবি ইতিমধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে মনোনীত হয়েছে ও দর্শকদের যথেষ্ট প্রশংসাও পেয়েছে। আর এবার, সাধারণ মানুষদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, নতুন সিনেমা 'পরবাসী'। ১৯৬০ সালের অস্থির সময়ের পটভূমিতে তৈরি এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করছেন, লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতীম দাসগুপ্ত, স্বাতী মুখোপাধ্য়ায় ও সবুজ বর্ধন। মনেট রায় সাহার পরিচালনায় এই ছবি তৈরি হয়েছে।

    'পরবাসী' সিনেমার গল্প শুরু হয়, ১৯৬০-এর দশকের পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রেক্ষাপটে, যেখানে চলতে থাকে যথেচ্ছ ধর্মীয় নিপীড়ন। নিমাই একটা সময়ে মুক্তিযুদ্ধর সঙ্গে যুক্ত থেকেছেন। পরবর্তীতে, তিনি পরিবারকে নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন, একটু নিরাপদে থাকবেন বলে। কিন্তু ভারতে আসার সময়েই হারিয়ে যায় নিমাইয়ের কন্যা অসীমা। এই অসীমার হারিয়ে যাওয়া যেন এক লহমায় বদলে দেয় গোটা পরিবারের জীবনযাপন।


    উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় এসে তাঁরা আশ্রয় পান। পুণীরাম নামে এক ব্যক্তির নেতৃত্বাধীন এক আদিবাসী গ্রামে। ধীরে ধীরে নিমাই স্থানীয় শিশুদের পড়ানো শুরু করেন এবং তাঁর পরিবারের এক নতুন জীবন শুরু হয়। অসীমার হারিয়ে যাওয়া, পরিবর্তন সবকিছুই মেনে নেয় তাঁরা। এদিকে নিমাইয়ের ছেলে অতুলের পুণীরামের কন্যা ফুলমতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ফুলমতিকে ভালবেসে বিয়ে করে অতুল। তবে এই বিবাহ যেন ফের বদলে দেয় দুই পরিবারের জীবন। ২ জন ২ সম্প্রদায়ের, আর সেই কারণেই এই সম্পর্ক জটিল হয়ে ওঠে। 


    এর মধ্যেই, পূর্ব পাকিস্তান থেকে ক্রমাগত শরণার্থী আসতে শুরু করে। এর ফলে, স্থানীয় আদিবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অস্তিত্ব রক্ষা নিয়ে। কিছু বিপথগামী যুবকের হিংস্রতায় দুই সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকে বিভাজন ও সংঘাত। এক সময় ভাগ্যের অপ্রত্যাশিত মোড়ে, ফিরে আসে অসীমা। পরিবারের সঙ্গে আবার দেখা হয় তার। তবে অসীমা আর এখন সেই অসীমা নেই। সে এখন বাংলাদেশের নাগরিক। তার পরিচয় হয়েছে অসীমা বেগম নামে। একদিকে হারানো মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ আর অন্যদিকে সেই মেয়ের নতুন পরিচয়কে মেনে নেওয়া.. এই দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে। অসীমার মধ্যেও চলতে থাকে এক আত্ম সমীকরণ। 


    অন্যদিকে আদিবাসীদের মধ্যেও সমীকরণ বদলাতে থাকে এবং শেষে শুরু হয় এক রক্তক্ষয়ী সংগ্রাম। এর মধ্যে পড়ে, কীভাবে বদলে যায় নিমাই আর তাঁর পরিবারের জীবন, সেই গল্পই তুলে ধরবে এই সিনেমা। ছবিটি প্রযোজনা করেছে পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন। ছবির প্রযোজক অনিল দেবনাথ। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন অমিত চট্টোপাধ্যায়, চিত্রগ্রাহক জায়েস নায়ার। সঙ্গীতে রয়েছেন শান, ইমন চক্রবর্তী, মেখলা দাশগুপ্ত ও ইকশিতা। আগামী ২০ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারিতে ত্রিপুরাতে মুক্তি পাবে এই ছবি।


    Click here to Read More
    Previous Article
    Tara Sutaria: এপি ঢিল্লোঁর সঙ্গে ঘনিষ্ঠতাই কাল? দীর্ঘ সম্পর্ক ভেঙে গেল তারা সুতারিয়ার?
    Next Article
    Ankush Hazra: মুক্তির আগেই ছেঁড়া হল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার পোস্টার! ক্ষোভ উগরে দিলেন নায়ক

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment