Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Tilak Varma: আদৌ কি ছিটকে গেলেন তিলক বিশ্বকাপ থেকে? কী বলছেন হায়দরাবাদ কোচ?

    2 weeks ago

    হায়দরাবাদ: তলপেটের চোটের জন্য কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্য়াচ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিলক বর্মা। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার তিলকের অস্ত্রোপচার হবে। যার জন্য তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য তিলক। কিন্তু চোটের জন্য এবার কি তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অধরাই রয়ে যাবে? তবে তিলকের রাজ্য দল হায়দরাবাদের কোচ রবি তেজা তিলকের চোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন।

    ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রবি তেজা বলেন, ''রাজকোটে তিলকের খুব সামান্য একটা অস্ত্রোপচার হয়েছে। সেখানে চিন্তার কিছুই নেই। তিন থেকে চার দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপাতত দলের সঙ্গেই রয়েছে ও। হায়দরাবাদে ফিরে যাবে সে। আমি নিশ্চিত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দ্রুত ফিট হয়ে যাবে তিলক।''

    উল্লেখযোগ্য, Indian Express-রিপোর্ট অনুযায়ী ভারতীয় নির্বাচকরা তিলকের বদলে গিলকে দলে নিতে আগ্রহী নন। কারণ তাঁরা চান না ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক গিল কেবল জল বহন করুন এবং বেঞ্চে বসে থাকুন। পাশাপাশি তিলক পরের দিকে সিরিজ় চলাকালীন ফিট হয়ে গেলে তখন অস্বস্তিতকর পরিবেশ তৈরি হবে বলেও গিলকে দলে নিতে নারাজ তাঁরা।

    রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়েছিলেন তিলক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিলককে। তিনি শুক্রবার হায়দরাবাদের বাড়িতে ফিরে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিসাইকিয়া জানিয়েছেন, তিলকের শারীরিক সমস্যা কেটে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে ধীরে ধীরে শরীরচর্চা ও ট্রেনিং শুরু করবেন। তারপর নেট প্র্যাক্টিসের দিকে যেতে পারবেন।

    উল্লেখ্য, দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। ঠিক এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলতে পারবেন তিলক বর্মা? গুরুতর প্রশ্ন তৈরি হয়ে গিয়েছেএকমাসের মধ্যে কতটা ফিট হয়ে উঠবেন তিলক, তা নিয়ে রয়েছে জল্পনা। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, আপাতত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিলক। পরের দুই ম্যাচে তিনি খেলবেন কি না, তা তাঁর শারীরিক অবস্থার গতিবিধি যাচাই করে জানানো হবে।

    Click here to Read More
    Previous Article
    MI vs RCB: আজ থেকে শুরু ডব্লিউপিএল, কখন, কোথায় দেখবেন মুম্বই বনাম আরসিবি দ্বৈরথ?
    Next Article
    Shubman Gill: তিলকের চোট সত্ত্বেও শুভমন গিলকে দলে নিতে নারাজ নির্বাচকরা, নেপথ্যে রয়েছে আজব যুক্তি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment