Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    The Ashes 2025-26: 'ভারতে হলে তো সমালোচনার ঝড় উঠে', অ্যাশেজে প্রথম জয়ের পরেও পিচ নিয়ে ক্ষুব্ধ স্টোকস, পিটারসনরা

    1 day ago

    মেলবোর্ন: দেড় দশক, ৫৪৬৮ দিনের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল অবশেষে। অজ়িভূমে অবশেষে ম্যাচ জিতল ইংল্যান্ড। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেটে ম্যাচ জিতল ইংরেজরা (Australia vs England)। তবে এই ম্যাচ ঘিরে বিতর্কের অন্ত নেই। আম্পায়ারিং বিতর্ক থেকে পিচ বিতর্কে জেরবার মেলবোর্ন টেস্ট।

    মেলবোর্নে প্রথম দিনে ২০টি উইকেট পরে। ১৯০২ সালের পর এই প্রথম অ্যাশেজের কোনও টেস্টের একদিনে ২০টি উইকেট পড়ল। এর আগে ভারতের মাটিতে ইডেন টেস্ট আড়াই দিনে ম্যাচ শেষ হওয়ার পর প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। তাহলে মেলবোর্ন পিচ নিয়ে কেন সমালোচনা হবে না, এই নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন (Kevin Pietersen)। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতে টেস্টের প্রথম দিনে যদি পাগলের মতো উইকেট পড়ে তাহলে তো সমালোচনার ঝড় উঠে। তাই আমি আশা করি এবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তেমনই কাটাছেঁড়া হবে।'

     

     

    এর আগে পারথে দুই দিনে প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। এবার মেলবোর্ন। চলতি অ্যাশেজ সিরিজ়ে এই নিয়ে চার টেস্টের মধ্যে দ্বিতীয় ম্যাচ দুই দিনেই শেষ হয়ে গেল। বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়াটা একেবারেই আদর্শ নয় বলে ম্যাচ জিতেও একেবারে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকসও (Ben Stokes)। তিনিও কার্যত পিটারসেনের সুরেই কথা বলেন।

    ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'সত্যি কথা বলতে এমনটা তো কেউ চায় না। দুই দিনেরও কম সময়ে বক্সিং ডে টেস্ট ম্যাচ শেষ হওয়াটা একেবারেই কাম্য নয়। আদর্শ নয়। তবে ম্যাচ শুরু হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, যা আছে, সেখানেই খেলতে হবে। তবে আমি নিশ্চিত এটা যদি পৃথিবীর অন্য কোথাও হত, তাহলে এতক্ষণে ঝড় উঠে যেত। পাঁচ দিনের ম্য়াচের জন্য এটা একেবারেই তো ঠিক নয়। সৌভাগ্যবশত আমরা এমন ধরনের ক্রিকেট খেলেছি, যেটাতে আমরা ম্য়াচ জিততে সক্ষম হয়েছি।'       

    Click here to Read More
    Previous Article
    WTC Points Table: অস্ট্রেলিয়ার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট বদল, সুবিধা হল ভারতের?
    Next Article
    Train Ticket: হু হু দাম বাড়ল ট্রেনের টিকিটের! ট্রেনে ভ্রমণের আগে জেনে নিন এই নিয়ম, না হলেই বিপদ!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment