Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Swami Ramdev : ৭৭তম প্রজাতন্ত্র দিবসে স্বামী রামদেবের ডাক, স্বদেশি শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির মাধ্যমে গড়তে হবে শক্তিশালী ভারত

    3 days ago

    Republic Day 2026: এবার শক্তিশালী দেশ গড়ার ডাক স্বামী রামদেবের। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পতঞ্জলি যোগপীঠের পক্ষ থেকে আয়োজান করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে পতঞ্জলি ওয়েলনেস, ফেজ-২-এ জাতীয় পতাকা উত্তোলন করেন পতঞ্জলি যোগপীঠের চেয়ারম্যান যোগঋষি স্বামী রামদেব এবং সাধারণ সম্পাদক আচার্য বালকৃষ্ণ। এদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন যোগগুরু রামদেব।

    কী লক্ষ্য রামদেবের
    স্বদেশি মন্ত্র পতাকা উত্তোলনের পর স্বামী রামদেব দেশসেবার লক্ষ্যে ‘পঞ্চ প্রণ’ (পাঁচ প্রতিজ্ঞা) গ্রহণের কথা বলেন। তিনি জোর দেন স্বদেশি শিক্ষা, স্বদেশি চিকিৎসা, স্বদেশি অর্থনীতি এবং সনাতন জীবনধারার ওপর। তিনি বলেন, একটি আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ে তুলতে হলে স্বদেশি মন্ত্রকে পাথেয় করতে হবে।

    শুল্ক সন্ত্রাসের নিন্দা
    এই অনুষ্ঠানে অর্থনৈতিক স্বাধীনতার ডাক ও মেকলে পদ্ধতির বিরোধিতা বিশ্বজুড়ে চলা ‘শুল্ক সন্ত্রাস’ বা ট্যারিফ টেররিজমের কঠোর সমালোচনা করেন স্বামী রামদেব। তিনি বলেন, “আমেরিকা কখনও কানাডাকে ১০০ শতাংশ, কখনও ভারতকে ২৫-৫০ শতাংশ, আবার কখনও অন্য দেশগুলিকে ৫০০ শতাংশ শুল্কের হুমকি দিচ্ছে। বিশ্ব এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”

    মেকলের শিক্ষা ব্যবস্থাকে বর্জনের ডাক
    এই পরিস্থিতিতে তিনি মেকলে প্রবর্তিত শিক্ষাব্যবস্থা এবং বহুজাতিক সংস্থাগুলিকে বর্জন করার আহ্বান জানান। তাঁর মতে, ১৪০ কোটি ভারতবাসী যদি ঐক্যবদ্ধভাবে সংকল্প নেন, তবেই একদিন ১ ভারতীয় টাকার মূল্য ১০০ মার্কিন ডলারের সমান হবে। তিনি আক্ষেপের সুরে বলেন, “আমরা নিজেদের পাসপোর্টের এবং নাগরিকত্বের মূল্য চাই। কিন্তু বর্তমানে ১০-১৫টি দেশ ছাড়া কেউ আমাদের ভিসা ছাড়া প্রবেশাধিকার দেয় না। আমাদের দেশ শক্তিশালী না হলে আমেরিকা, চিনের মতো দেশ তো বটেই, বন্ধু রাষ্ট্র রাশিয়াও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।”

    হিন্দু ও সনাতন ধর্ম নিয়ে বার্তা
    সনাতন ধর্ম ও অভ্যন্তরীণ ঐক্যের বার্তা স্বামী রামদেব স্পষ্ট ভাষায় বলেন, ভারত শক্তিশালী হলেই হিন্দু ও সনাতন ধর্ম সুরক্ষিত থাকবে। ইজরায়েলের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ইজরায়েল শক্তিশালী বলেই বিশ্বের কোথাও ইহুদিদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। আমাদেরও সেই শক্তি অর্জন করতে হবে।”

    তিনি অভ্যন্তরীণ বিবাদ, জাতিভেদ এবং ভাষাগত বা সাম্প্রদায়িক উন্মাদনা ভুলে ঐক্যের ডাক দেন। পাকিস্তান ও বাংলাদেশে ভারত-বিদ্বেষী শক্তির মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের সকলকে এক পরিবারের মতো হয়ে ভারত ও সনাতন বিরোধী শক্তির মোকাবিলা করতে হবে।”

    ভারত’ গড়ার চাবিকাঠি
    অভিন্ন দেওয়ানি বিধি ও গো-সুরক্ষা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)-এর এক বছর পূর্তিতে তিনি বলেন, “এক দেশ, এক সংবিধান এবং এক সংকল্পই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার চাবিকাঠি।”

    পাশাপাশি গো-মাতার সুরক্ষায় তিনি কেবল আইন প্রণয়ন নয়, বরং গো-জাত পণ্যের ব্যবহারের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন, প্রতিদিন অন্তত ১০ টাকার গো-জাত পণ্য ব্যবহার করলে এবং প্রতিটি পরিবার ও সাধু-সন্তরা গরু পালন করলে তবেই গো-মাতা সুরক্ষিত থাকবেন।

    আচার্য বালকৃষ্ণের বার্তা অনুষ্ঠানে আচার্য বালকৃষ্ণ বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের শহিদ ও বিপ্লবীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, “ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের মহৎ লক্ষ্য নিয়ে বাঁচতে হবে, যাতে ভারতকে আবারও ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠা করা যায়।”

     

    Click here to Read More
    Previous Article
    অবসরের জন্য পরিকল্পনার অর্থ শুধু রিটার্ন নয়, আপনার প্ল্যান B রয়েছে কি ?
    Next Article
    Kidney Disease : ব্যথাও জানান দেবে না, অন্য লক্ষণ আসে না, কিডনি খারাপ হচ্ছে বুঝুন এই সাধারণ সঙ্কেতেই

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment