Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suvendu Adhikary: 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন', প্রতিবাদ মিছিলের পর মমতাকে আক্রমণ শুভেন্দুর

    1 week ago

    কলকাতা: আইপ্যাককাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। পথে শুভেন্দুর সঙ্গে পা মিলিয়েছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলের পরই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন। SIR-এ এখন ব্রেক ফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোট লড়বে না। বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী সরকার গঠন করা হবে। আমরা ক্ষমতায় এলে চোরেদের জেলে পাঠাব। ওপারে ইউনূস, এপারে মমতা।'

    IPAC-র অফিসে ইডির অধিকারিদের কাজে দখলদারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই কাজের প্রতিবাদ করে শুভেন্দু আরও বলেন, 'ED তল্লাশিতে বাধা, মুখ্যমন্ত্রী, ডিজিপি-কে জেলে দেখতে চাই। তল্লাশিতে বাধা, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ED। গতবার নন্দীগ্রামে হেরেছেন, এবার ভবানীপুরে হারবেন মুখ্যমন্ত্রী।'

    এদিকে, এই ঘটনার মাঝেই শনিবার সন্ধেয় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারীচন্দ্রকোণা রোডের কাছে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা। কনভয় সেখানে পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। লাঠি, বাঁশ দিয়ে কনভয়ের গাড়ির উপরও মারা হয় বলে অভিযোগ। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতার কথায়, '১০-১২ জন, সামনে ৮-১০ জন পুলিশ কাঠের বাটাম, মোটা বাঁশ, আমার সামনের গাড়িটা আর পরেরটা দু'টো কালো স্করপিওর ওপর দমাদম দমাদম, আমি যেদিকে কাচের দিকে বসছি, সেদিকে দমাদম দমাদম পিটছে। লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে গাড়ির ওপর ছড়িয়ে দেশলাই মারবে।'

    অন্য়দিকে, বিজেপির অবরোধ ঘিরে ব্যারাকপুরে তুলকালামশুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। ব্যারাকপুর-জাফরপুর মোড় অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।

    আইপ্যাকের অফিসে ইডির হানার পর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ীসহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

    Click here to Read More
    Previous Article
    Kolkata News: রেড রোডে দুর্ঘটনা, বি আর অম্বেডকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা কন্টেনারযুক্ত লরির
    Next Article
    Kolkata Mereo: নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment