SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Suvendu Adhikari : '১ টা ভোট...দাম মিনিমাম ...গুনবেন, টকাস দিয়ে দেবেন' কত দাম বাঁধলেন কৃষ্ণ কল্যাণী? কটাক্ষ শুভেন্দুর

    2 days ago


    আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: একটা ভোটের দাম মিনিমাম ৬০ হাজার টাকা ! বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক কৃষ্ণকল্যাণী এরকম বিতর্কিত মন্তব্য করলেন। আর মঙ্গলবার তাঁর দলনেত্রী, কোচবিহারের সভা থেকে দাবি করলেন, বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি।  

    মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁরই দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, 'মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন দল-বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী'!   

    বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি - মঙ্গলবার কোচবিহারের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা। বলেন, 'আপনারা ভোটের আগে বিহারে কী করলেন লোক দেখিয়ে? মাত্র কিছু লোককে, কিছু মা-বোনেদের একবার ১০ হাজার দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। বলেছিলাম ২০২১-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি ৫ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন ৫ বছরে ৫×১২= ৬০ হাজার টাকা দিচ্ছি। এবং যারা তপশিলি জাতি-উপজাতি, তারা ৭০ হাজার টাকা পাচ্ছে। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি।' 

    এই বক্তব্যের পাশাপাশি কৃষ্ণকল্যাণীর বক্তব্য রেখে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দিন কয়েক আগের একটি বক্তব্য অনুসারে,'একটা ভোটের দাম মিনিমাম ৬০ হাজার টাকা। কী করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন হাজার টাকা। ১২ মাসে ১২ হাজার টাকা, আর ৫ বছর হয়ে যায়, তখন ৫×১২= ৬০। ৬০ হাজার টাকার কমে ভোট দেবেন?... সেই জন্য কেউ যদি ৬০ হাজার টাকা দেয়, কেউ যদি আপনাদের বড়লোক বানায়, কারও বাড়িতে ৪টে (ভোট) আছে, তো আমি ২ লক্ষ ৪০ হাজার টাকা লোকসান কেন করাব?  ৪টে ভোট আছে, ২ লক্ষ ৪০ হাজার গুনবেন, টকাস, দিয়ে দেবেন।'  

    মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ কল্যাণীর বক্তব্য পাশাপাশি রেখে শুভেন্দু লেখেন, 'দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহারের সভা থেকে বিজেপিকে বিঁধতে গিয়ে উনি বলেছেন, 'আমি বিজেপির মতো ভোট কিনি না', ওনার এই দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দল-বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে, মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন!' রায়গঞ্জের বিধায়কের এই মন্তব্য পোস্ট করে এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।  

     

    Click here to Read More
    Previous Article
    North 24 Pargana: ফের সরকারি হাসপাতালে 'শ্লীলতাহানির চেষ্টা', এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা
    Next Article
    WB News Live Updates: আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, শীতের আমেজ জারি থাকবে

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment