Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sukanta On Abhishek: 'ছাব্বিশের নির্বাচনে ৫০ অবধিও যাবে না তৃণমূল..', অভিষেকের '২৫০' টার্গেটের পাল্টা সুকান্ত

    1 week ago

    ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, কলকাতা: বীরভূমের সভা থেকে, আগামী নির্বাচনে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়। আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি-শূন্য করার বার্তা দিলেন তিনি। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০ অবধিও যাবে না বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

    আরও পড়ুন, ৩-৪ দফায় বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে ! কী বলছেন শাহ-শমীক-দিলীপরা ?

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে, আসন-সংখ্যা নিয়ে নিত্যনতুন চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে গরমাগরম রাজ্য-রাজনীতি, এবার বীরভূমের সভা থেকে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কালকে দেখলাম কেষ্টদা বলেছেন, 'মা-কে বলে এসেছি ২৩০টা আসন দিতে হবে।' আমি তো আজকে ২০টা আরও বাড়িয়ে বললাম। আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে। এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। 

     সোমবার তারাপীঠে পুজো দেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।সেখান থেকেই ছাব্বিশের নির্বাচনে আসন-সংখ্যা নিয়ে এই বার্তা দেন তিনি। বীরভূম তৃণমূলের  কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন,  অভিষেক, মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে। মাকে বললাম, মা দেখো তোমার যা করণীয় ২৩০ করে দিও। 'মঙ্গলবার, বীরভূমের সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,  এবার ১০ নয়, ১১ - ০, তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে।  এই ৩ হাজার ৬০০ বুথ থেকেই বাংলা-বিরোধীদের ভো-কাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। আগামীদিনে বীরভূমের মাটিতে বিজেপি শূন্য শূন্য শূন্য।তৃণমূল কংগ্রেসের আগামী দিনে  ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 

    কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন,  তৃণমূল কংগ্রেস এবারে ছাব্বিশের নির্বাচনে ৫০ অবধি যাবে না। অপেক্ষা করুন, দেখতে পাবেন। ওদের টার্গেটের কোনও দাম আছে নাকি? বলেছিল ২০১৯ সালে নাকি অর্জুন সিংহ জিতলে ও নাকি হাতের পাঞ্জা কেটে দেবে। দেখেছেন পাঞ্জা কাটা তো দূরের কথা, নখ পর্যন্ত কাটেনি। 'সব মিলিয়ে ভোটের আগে থেকেই আসন ঘিরে চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে পারদ চড়ছে।

    Click here to Read More
    Previous Article
    India China Border Tension: লাদাখে প্যাংগং হ্রদের কাছে পাকা নির্মাণ চিনের, স্যাটেলাইট ইমেজে উদ্বেগজনক ছবি ধরা পড়ল
    Next Article
    WB Assembly Poll 2026: ৩-৪ দফায় বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে ! কী বলছেন শাহ-শমীক-দিলীপরা ?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment