Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    SIR West Bengal: CEO দফতরে কেন্দ্রীয় বাহিনী! বাড়ছে নিরাপত্তা, SIR শুনানির প্রথম দিন কী এমন হল?

    2 days ago

    কলকাতা: বেশ অনেকদিন আগে থেকেই রাজ্যের মুখ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই উদ্বেগের ভিত্তিতেই কলকাতায় সিইও দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা বদলের নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। SIR শুনানির প্রথম দিনই CEO দফতরে কেন্দ্রীয় বাহিনী। 

    নির্দেশ মেনে শনিবার থেকে দপ্তরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন এই দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। অন্যদিকে, মনোজকুমার আগরওয়ালকে ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। 

    SIR-আবহে ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। ৩০ ডিসেম্বর রাজ্যে আসছে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। শুনানির কাজ খতিয়ে দেখবেন ডেপুটি নির্বাচন কমিশনার। জরুরি পর্যায়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। ৩১ ডিসেম্বর ফিরে যাবেন দিল্লিতে: নির্বাচন কমিশন। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন দুই আধিকারিকও। 

    গত কয়েকদিনে দফায় দফায় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আনা হচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তরকে। তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শুনানি পর্ব। সেদিনই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও সিইও দপ্তরে যান। জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

    এসআইআর-র কাজ চলাকালিন একাধিকবার দেখা গিয়েছে সিইও দফতরের সামনে বিক্ষোভ। বিএলওরা নিজেদের দাবি নিয়ে সিইও দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। একপরেই নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলছে সিইও দফতর। সূত্রের খবর, প্রতিদিন ৪ থেকে ৫ জনের এক একটি দল দায়িত্ব থাকবে সিইও দফতরের নিরাপত্তার জন্য। মূলত সিআইএসএফ এর জওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করবেন।

    জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জওয়ান থাকেন। তারমধ্যে রয়েছে ১ থেকে ২ জন কম্যান্ডো। সিইও দফতরে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিব। কমিশনের পাঠানো আবেদনে সাড়া দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই সিইও দফতরের সকলেকলের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট রাজনৈতিক দলের বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। 

    Click here to Read More
    Previous Article
    WB News Live: SIR-আবহে ফের রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার, শুনানি ইস্যুতে কমিশনকে আক্রমণ অভিষেকের
    Next Article
    West Bengal News Live : ওড়িশায় খুন মুর্শিদাবাদের শ্রমিক, মুখ্যমন্ত্রী লিখলেন, 'বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না'

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment