Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    শেষ বিশ্বকাপে বিশেষ বুট পরে নামবেন মেসি, নামে লুকিয়ে কোন বার্তা?

    21 hours ago

    কী নাম দেওয়া হচ্ছে এই বুটের?

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? এটা এখন লাখ টাকার প্রশ্ন। যেটুকু জানা গিয়েছে, বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি এলএম১০। তবে আর্জেন্তিনীয় মহাতারকা খেলবেন ধরে নিয়েই নতুন বুট আনতে চলেছে প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। যার বিশেষ নামও দেওয়া হতে চলেছে। যা পরে বিশ্বকাপে নামবেন মেসি।

    কী নাম দেওয়া হচ্ছে এই বুটের? উত্তর হল ‘এল উল্‌তিমো তাঙ্গো’। অর্থাৎ দ্য লাস্ট ট্যাঙ্গো। আর্জেন্টিনার নৃত্যকলা এই ট্যাঙ্গো। ১৮৮০-এর দশকে দেশটিতে আফিকান ও ইউরোপীয় সংস্কৃতির প্রভাবে ট্যাঙ্গো নৃত্যের উৎপত্তি ঘটেছিল। ২০২৬ সালে শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন মেসি। এই বুট পরেই শেষবার বিশ্বকাপে ট্যাঙ্গোর মতোই ছন্দময় ফুটবল খেলবেন মেসি। সেই কারণে বুটের এমন নামকরণ।

    ফুটবলের সঙ্গে ট্যাঙ্গোর জুড়ে যাওয়ার ইতিহাস নতুন নয়। ১৯৭৮ সালে ফিফা বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনায়। সেই বিশ্বকাপে বলের নকশা করেছিল অ্যাডিডাস। এর নাম দেওয়া হয়েছিল ‘ট্যাঙ্গো ডারলাস্ট’। একই নকশা স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হয়। এর নামকরণ করা হয়ছিল ‘ট্যাঙ্গো মালাগা’। এখানেই শেষ নয়। ১৯৮৪ সালে অ্যাডিডাস ‘ট্যাঙ্গো মুন্ডিয়াল’ ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ম্যাচ বল। যার ক্লাসিক ডিজাইন ফুটবলপ্রেমীদের কাছে আজও জনপ্রিয়। ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বলের নাম ছিল ‘ট্যাঙ্গো ইউরোপা’। যা ছিল ট্যাঙ্গো সিরিজেরই একটি উন্নত সংস্করণ। অলিম্পিক ফুটবলেও এই বল ব্যবহৃত হয়েছে।

    এবার জার্মান সংস্থাটি মেসির বুটের নামকরণের কথা ভেবেছে। তবে এখনও পর্যন্ত তাঁরা সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। উল্লেখ্য, ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকায় মেসির বুটের রং ছিল সোনালি। আর ২০২৬ বিশ্বকাপের বুটে বুটের বেশিরভাগ অংশজুড়ে থাকবে সাদা রং। সঙ্গে আকাশি এবং সোনালি রং-ও থাকছে। অর্থাৎ আর্জেন্টিনার পতাকার রংগুলি রয়েছে। বিশ্বকাপের কয়েকদিন আগে মডেলটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মেসির আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ জে-তে আলজেরিয়া, জর্ডন এবং অস্ট্রিয়ার সঙ্গে রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    হাতে গীতা নিয়ে আদালতে শতদ্রু, জেল হেফাজতে মেসি-কাণ্ডের মূল অভিযুক্ত
    Next Article
    দ্বিতীয় ম্যাচেই হোঁচট, জয়ে ফিরতে কিশোর স্পিনারকে ডেকে পাঠাল বাংলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment