Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Saraswati Puja : শুরু হয়ে গেল সরস্বতী পুজো, আজ আর কতক্ষণ অঞ্জলি দিতে পারবেন, চট করে দেখুন

    23 hours ago

    সরস্বতী পুজোর আয়োজন শুরু দিকে দিকে। ঘরে - বাইরে, স্কুল থেকে অফিসে, সব জায়গায় বাগদেবীকে ডাকার সমারোহ। ছোট স্কুল পড়ুয়াদের বিশেষত, এই দিন নানা পরিকল্পনায় ঠাসা। এর মধ্যে পুষ্পাঞ্জলি দিতেই হবে। ২০২৬ সালের  ২৩ জানুয়ারি, শুক্রবার (  ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে।  মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো করা হয়। দেবীর মন্ত্র - ‘জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। ২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।1 ২২ জানুয়ারি থেকে বসন্ত পঞ্চমীর তিথি পড়ে গেলেও, সরস্বতী পুজো উদয় তিথি অনুসারে ২৩ জানুয়ারি শুক্রবার পড়ছে।

    সরস্বতী পুজোর পঞ্চমী তিথি থাকছে কতক্ষণ ?  
    আবার গুপ্তপ্রেস পাঁজি অনুসারেও ৮ মাঘ, বৃহস্পতিবার। পঞ্চমী তিথি শুরু হয়েছে  হবে ২৩ জানুয়ারি । অর্থাৎ বৃহস্পতিবার রাতে। রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে তিথি শুরু।  আর পরদিন  শুক্রবার রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে  পঞ্চমী তিথি শেষ হবে।  

    যাঁরা বাড়িতে নিজেই পুজো ও পুষ্পাঞ্জলি দেবেন, তাঁরা জেনে নিন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। 

    পুষ্পাঞ্জলি মন্ত্র

    ওঁ জয় জয় দেবী চরাচর সারে,
    কুচযুগশোভিত মুক্তাহারে।
    বীনারঞ্জিত পুস্তক হস্তে,
    ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
    নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
    বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
    এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

    প্রনাম মন্ত্র                

    নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
    বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
    জয় জয় দেবী চরাচর সারে,
    কুচযুগশোভিত মুক্তাহারে।
    বীনারঞ্জিত পুস্তক হস্তে,
    ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
    সরস্বতী পুজোর ধ্যান মন্ত্র
    যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা।
    যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা।।

    বন্দনা মন্ত্র                 

    যা ব্রহ্মচ্যুতশংকরপ্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা।
    সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা।।

    সরস্বতী ব্রহ্মার মানসকন্যা৷ তাঁর এক হাতে বীণা, অন্যহাতে বই৷ তিনি সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা-যব শিস আর দোয়াত-কলমেই বাগ্ দেবী তুষ্ট৷ এদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভূমি মাতাকে স্পর্শ করে প্রণাম করুন।
    তারপর স্নান করার পর হলুদ বা সাদা রঙের পোশাক পরে পুষ্পাঞ্জলি দেওয়া রীতি।হলুদ রঙ সমৃদ্ধি এবং শক্তির প্রতীক। সাদা শান্তি ও মা সরস্বতীর প্রতীক। মা সরস্বতীর মূর্তিকে স্থাপন করুন এবং তাঁকে হলুদ বা সাদা রঙের পোশাক অর্পণ করুন।  শিক্ষার্থীরা খাতা, কলম এবং বই  সরস্বতীর চরণে রেখে পুজো করুন। 

    ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।            

    Click here to Read More
    Previous Article
    Saraswati Puja : সরস্বতী পুজোর দিনই রাজ যোগ, ৫ রাশির মারকাটারি উন্নতি, ঝলমলিয়ে উঠবে কপাল
    Next Article
    Astrology : বিষ দোষে সরস্বতী পুজোতেই খরচের বোঝা, চাকরি- সম্পর্ক-স্বাস্থ্যে এই রাশির বড় চ্যালেঞ্জ

    Related Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment