Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    রিলায়েন্স ডিজিটালের ডিজিটাল ইন্ডিয়া সেলে বিশাল ডিল, বড় ছাড়, ক্যাশব্যাক ও আরও অনেক কিছু

    13 hours ago

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, ইন্ডিয়ার অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স রিটেলার ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ‘ডিজিটাল ইন্ডিয়া সেল’-এর মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক টেকনেলজির সঙ্গে তাদের বাড়ি এবং জীবনযাত্রাকে আরও উন্নত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

    ২৬ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে আরও বেশি সাশ্রয় করুন বা কনজ্যুমার ড্যুরাবেল লোনে পান ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক – প্রতিটি আপগ্রেডকে আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলুন। এইচডি টিভি থেকে শুরু করে স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, ডিজিটাল ইন্ডিয়া সেল অফার সকলের জন্যই কিছু না কিছু নিয়ে এসেছে।

    জনপ্রিয় আইফোন মডেলগুলির দামে নজিরবিহীন মূল্যহ্রাস – অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে এমআরপি-এর উপরে ₹12,000 পর্যন্ত ডিসকাউন্টের সাথে আইফোনের মালিক হওয়া আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে গেছে।

    ব্লকবাস্টার ডিলগুলির মধ্যে রয়েছে আইফোন 15 128 জিবি যার দাম শুরু হচ্ছে ₹2,888-এর ইএমআই সহ ₹49,990 থেকে; আইফোন 16 128 জিবি যার দাম শুরু হচ্ছে ₹3,388-এর ইএমআই সহ ₹57,990 থেকে; এবং আইফোন 17 256জিবি শুরু হচ্ছে ₹3,454-এর ইএমআই সহ ₹78,900 থেকে।

    আইফোন প্রো 256জিবি-এর মত প্রিমিয়াম ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ₹130,900 থেকে (ইএমআই শুরু হচ্ছে ₹11,242 থেকে), যা উন্নত পারফরম্যান্স প্রত্যাশী পাওয়ার ইউজারদের জন্য উপযোগী।
    মাত্র ₹64,990*/- দিয়ে ম্যাকবুক এয়ার এম2 নিজের করে নিন, আর পান ₹4,000 ক্যাশব্যাকের সাথে ₹6,899 মূল্যের মাইক্রোসফ্ট অফিস বিনামূল্যে!

    2 বছরের ওয়ারেন্টি সহ তোশিবা 58’’ QLED টিভি এখন পেয়ে যান মাত্র ₹35,990-এ।
    কিচেন আপগ্রেড করার কথা ভাবছেন? ₹5000 বা তার বেশি মূল্যের স্মল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান ₹7990 পর্যন্ত মূল্যের অ্যাসিওরড্ ফ্রিবিজ, তার সাথে নির্বাচিত পণ্যগুলির উপরে পান 50% পর্যন্ত ছাড়।

    ₹44,990/-* থেকে শুরু সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর কিনুন আর পেয়ে যান ₹7,500/-* মূল্যের হ্যাভেল্স এয়ার ফ্রায়ার সম্পূর্ণ বিনামূল্যে। ₹18,490/-* থেকে শুরু ডবল ডোর রেফ্রিজারেটর কিনুন আর পেয়ে যান বোট সাউন্ড বার বা ফিলিপ্স ড্রাই আয়রন সম্পূর্ণ বিনামূল্যে।

    স্মার্ট এআই অল-ইন-ওয়ান ওয়াশার-ড্রায়ারের সাথে আপনার লন্ড্রি রুটিনকে করে তুলুন আরও সহজ। ₹37,490/- থেকে শুরু 10 কেজি এআই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিনুন আর পেয়ে যান ₹5000/-* মূল্যের সুনিশ্চিত উপহার।

    ডিজিটাল ইন্ডিয়া সেল-এ ইনস্ট্যান্ট সেভিংস, ব্যাঙ্ক ক্যাশব্যাক আর এক্সচেঞ্জ বেনিফিটের অনন্য অফারের সাথে টেক আপগ্রেড করা এখন আরও সহজ হয়ে উঠেছে।

     

    প্রতিবেদনটি এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়। 

    Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.

     

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Live: দুরন্ত গতিতে ছুটতে থাকা নিউজ়িল্যান্ডকে জোড়া ধাক্কা দিলেন হর্ষিত ও বরুণ, ম্যাচের সমস্ত আপডেট
    Next Article
    বিশ্বকাপের আগে ফের বিশ্রামে বুমরাহ, স্যান্টনার ঝড়ে ভারতের সামনে বড় লক্ষ্য কিউয়িদের

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment