Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranji Trophy: সুদীপের ডাবল সেঞ্চুরি, বোলারদের দাপট, কল্যাণীতে ইনিংস জয়ের স্বপ্ন দেখছে বাংলা

    17 hours ago

    কল্যাণী: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কঠিন পিচে দুরন্ত ব্যাটিং বাংলার । ব্যাটারদের দাপটে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল ।  

    প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee) । শুক্রবার দ্বিশতরান করলেন তিনি । বাংলার পেসারদের দাপটে রঞ্জিতে ইনিংস হার বাঁচাতে লড়ছে সার্ভিসেস । রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস জয়ের গন্ধ পাচ্ছে বাংলা । কল্যাণীতে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার ১৩৫ ওভারে ৫১৯ রানের জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংসের স্কোর ৩৬ ওভারে ৮ উইকেটে ১২৬ রান ।

    প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ৩৪০ । শুক্রবার প্রথম সেশনে শুধু সুমন্ত গুপ্তর (৫১ বলে ৩৬) উইকেট হারায় বাংলা । এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ২১৩ বলে ১৪৭ রান যোগ করেন সুদীপ চট্টোপাধ্যায় ও শাকির হাবিব গাঁধী । মধ্যাহ্নভোজের বিরতির পর সুদীপ আউট হন দলের ৪৯২ রানের মাথায় । প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম দ্বিশতরান পূর্ণ করা সুদীপ থামলেন ২০৯ রান করে । ৩২৭ বলের ইনিংসে রয়েছে ১৮টি চার ও একটি ছয় ।

    শাকির হাবিব গাঁধী ১৫১ বলে ৯১ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার । বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২৭ রানের ব্যবধানে । আকাশ দীপ ও সুরজ সিন্ধু জয়সওয়াল দুজনেই করেন ৬ বলে ১ । মহম্মদ শামি ২১ বলে ৬ ও মুকেশ কুমার ৪ বলে শূন্য রানে আউট হন । বিনীত ধনখড় নেন তিন উইকেট ।          

    জবাবে প্রথম ইনিংসে সার্ভিসেস শুরুটা করে সতর্ক হয়ে । বাংলাকে প্রথম উইকেট তোলার জন্য অপেক্ষা করতে হয় ত্রয়োদশ ওভারের প্রথম বল অবধি । ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর এক সময় সার্ভিসেসের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৬ উইকেটে ৭৪ । দিনের শেষে নকুল শর্মা ৪৯ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত আছেন । সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৯ ও আকাশ দীপ ৭ ওভারে ৩১ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেছেন । মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট ।

    Click here to Read More
    Previous Article
    Kohli on Saina Nehwal: 'গোটা দেশ তোমার জন্য গর্বিত', সাইনা নেহওয়ালের অবসর ঘোষণায় শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি
    Next Article
    IND vs NZ Live: দুরন্ত গতিতে ছুটতে থাকা নিউজ়িল্যান্ডকে জোড়া ধাক্কা দিলেন হর্ষিত ও বরুণ, ম্যাচের সমস্ত আপডেট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment