SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Peppermint Tea: রাতে ঘুমানোর আগে 'Peppermint Tea' খাওয়া কেন ভাল? কী কী উপকার পাবেন

    1 day ago

    Peppermint Tea: যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু বিশেষ ধরনের চা খেলে উপকার পাবেন। তবে ঘুমাতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে এই চা খেতে হবে। এই তালিকায় জনপ্রিয় ক্যামোমাইল টি। মূলত ভেষজ চা বা হার্বাল টি- ই রাতে ঘুমানোর আগে খেলে, ঘুমের সমস্যা কমবে। সহজে ঘুম আসবে। এই তালিকায় আরও একটি পরিচিত এবং জনপ্রিয় নাম পিপারমেন্ট টি। বিভিন্ন ধরনের ভেষজ চা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভাল। এই তালিকায় রাখতে পারেন পিপারমেন্ট টি। রোজ রাতে ঘুমানোর আগে পিপারমেন্ট টি খেতে পারেন। টানা একমাস এই অভ্যাস থাকলে কী কী উপকার পাবেন? 

    • পিপারমেন্ট টি আমাদের ভাল ঘুম হতে সাহায্য করে। তাই ঘুমের সমস্যা যাঁদের রয়েছে, তাঁর এই চা খেতে পারেন। আসলে এই বিশেষ চা খেলে আমাদের স্ট্রেস কমে। স্নায়ুগুলি শিথিল হয়। ফলে সহজে ঘুম আসে। ঘুম ভাল হয়, গাঢ় হয়। 
    • পিপারমেন্ট টি খেলে খাবার ভালভাবে হজম হয়ে যায়। তাই রাতে এই পানীয় খেলে রাতের খাবারের হজম নিয়ে চিন্তা করবেন না। তবে একটানা একমাস খাওয়ার পরিকল্পনা থাকলে অল্প করে খেতে হবে এই চা। নাহলে হিতে বিপরীত হবে। 
    • রাতে অনেকের মুখে খুব দুর্গন্ধ হয়। পিপারমেন্ট টি খেলে এই সমস্যা দেখা তো দেবেই না। উল্টে মুখে দুর্গন্ধ থাকলে তা দূর হবে। মুখের ভিতরে বিভিন্ন ধরনের সংক্রমণ, ইনফেকশন রুখতেও এই চা সাহায্য করে। 
    • যেহেতু পিপারমেন্ট টি খেলে মুখের গন্ধ দূর হয়, এই চা মুখের ভিতরের অংশের হাইজিন বজায় রাখতেও সাহায্য করে। পিপারমেন্ট টি খাওয়ার পর মুখের ভিতরটা একদম ফ্রেশ লাগে। কোনও অস্বস্তি বজায় থাকে না। 
    • কাজ নিয়ে অনেকেই মারাত্মক স্ট্রেসে থাকেন। রাতে ঘুমের আগে এক কাপ পিপারমেন্ট টি খেলে স্ট্রেস অনেকটাই কমবে। আর স্ট্রেস কমে গেলে ঘুমাতে সুবিধা হবে আপনার। তবে আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে একটানা অনেকদিন রাতে কোনও প্রকার চা খাওয়াই ভাল নয়। এই দিকে খেয়াল রাখা জরুরি। নাহলে শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে। 
    • গুরুপাক খাবার খাওয়ার পর পিপারমেন্ট টি খেলে পেট ফুলে যাওয়া, ফেঁপে যাওয়া, আইঢাই অবস্থা- এসব থেকে মুক্তি পাবেন সহজে। খবার দ্রুত হজম হবে। অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যার হাত থেকে রেহাই পাবেন আপনি। 

    ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

    Click here to Read More
    Previous Article
    Morocco Buildings Collapse: পাশাপাশি থাকা ২টি বিল্ডিং ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অন্তত ১৯ জনের মৃত্যু মরক্কোয়; জখম আরও ১৬
    Next Article
    Kalker Rashifal (11 Dec, 2025) : কিছুক্ষণের মধ্যেই অর্থভাগ্য চমকাবে ২ রাশির, অত্যন্ত ভাল সময় হওয়ায় বড় সিদ্ধান্ত

    Related লাইফস্টাইল Updates:

    Comments (0)

      Leave a Comment