Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    অভিষেক-বুমরাহ নন, বিশ্বকাপ জিততে ভারতের সেরা অস্ত্র দুই তারকাকে বেছে নিলেন রোহিত

    1 day ago

    আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। টুর্নামেন্টের একমেবাদ্বিতীয়ম ফেভারিট হিসেবে।

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জিততে হলে সেরা অনুঘটক হতে পারেন কারা? বিশ্বজয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মা দু’টো নাম বেছে দিচ্ছেন। এক, অর্শদীপ সিং। দুই, হার্দিক পাণ্ডিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। টুর্নামেন্টের একমেবাদ্বিতীয়ম ফেভারিট হিসেবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মত হল, ভারতীয় টিমের গভীরতা আর ক্রিকেটারদের মান, দু’টোই অবিশ্বাস্য। আর রোহিত মনে করছেন, পাওয়ারপ্লে আর ডেথ ওভার-দু’ক্ষেত্রেই অর্শদীপের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

    “জশপ্রীত বুমরাহ আর অর্শদীপ সিংয়ের মতো দু’জন পেসার টিমে থাকা সত্যি বড় শক্তি। ওরা দু’জনেই ক্রমাগত উইকেটকে আক্রমণ করতে থাকে। অর্শদীপের সবচেয়ে বড় শক্তি হল, নতুন বলে ও সুইং যেমন করাতে পারে, তেমনই উইকেটও নিতে পারে। সাধারণত, অর্শদীপ নতুন বল আর ডেথ ওভার, দু’ক্ষেত্রেই কার্যকরী। মনে রাখতে হবে, টি-টোয়েন্টি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টো পর্ব হল, শুরু আর শেষ। আর সেই দু’টো সময়ই অর্শদীপ ভয়ঙ্কর,” সম্প্রচার সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার বলে দিয়েছেন রোহিত। যাঁর নেতৃত্বে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।

    অর্শদীপ ঠিক কতটা ভালো বোলার, তা বোঝাতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন রোহিত। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বলেছেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দারুণ বোলিং করেছিল অর্শদীপ। এখনও মনে আছে, সেট হয়ে যাওয়া কুইন্টন ডি’ককে আউট করেছিল ও। তার পর দক্ষিণ আফ্রিকা ইনিংসের উনিশতম ওভারে এসে দুই না তিন রান দেয়। যা চাপ বাড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার উপর।” তার পর হার্দিক পাণ্ডিয়ার করা শেষ ওভারে কী হয়েছিল, গোটা ভূ-ভারত জানে। পনেরো বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।

    একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ স্মরণ করিয়ে দিচ্ছেন, টিমে হার্দিক পাণ্ডিয়ার গুরুত্ব। টিমের ফিনিশারের দায়িত্ব যেমন পালন করেন হার্দিক। তেমনই খেলার বিভিন্ন পর্বে কার্যকর বোলিংও করে দেন। বলা হয়, হার্দিক থাকলে টিমের ব্যালান্সই বদলে যায়। “যখনই হার্দিক পাণ্ডিয়া টিমে থাকে, ওর ভূমিকা মারাত্মক হয়ে যায়। ব্যাটিং এবং বোলিং, দু’টোই ধারাবাহিক ভাবে করে যায় ও। ব্যাটিং অর্ডারের পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে নেমে ব্যাট করা সহজ কাজ নয়। যা হার্দিক করতে পারে। তা ছাড়া ওর বোলিং। নতুন বলে বোলিং করতে পারে। মাঝের ওভারে বোলিং করতে পারে। আবার ডেথেও পারে। তাই টিমে হার্দিকের প্রয়োজনীয়তা মারাত্মক।”

    Click here to Read More
    Previous Article
    তিনি ‘অফসাইডের ঈশ্বর’! ফের মাঠে নামছেন সৌরভ, ‘বাপি বাড়ি যা’-র অপেক্ষায় ভক্তেরা
    Next Article
    থাকবে না সেমিফাইনাল-ফাইনাল! ১১ বছর পর আইএসএলে বদলে যাচ্ছে ফরম্যাট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment