SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    NDAs Bihar Victory : কোন কৌশলে ফের নীতীশরাজ বিহারে ? এবার মুখ খুলল মহাজোটের বিকাশশীল ইনসান পার্টি

    3 weeks ago

     


    Bihar Election Result 2025 : এক্সিট পোলের থেকেও অনেক বেশি ভাল ফল করল গেরুয়া ব্রিগেড (NDA)। বিহারে ফের শুরু হতে চলেছে নীতীশরাজ (Nitish Kumar)। প্রশ্ন উঠছে, দীর্ঘ প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াতেও নিজের গদি কীভাবে অটুট রাখলেন নীতীশ। ফল বেরোনোর পর বিরোধীরা মুখ খুলছে এই নিয়ে। প্রকাশ্যে নীতীশের ভোট কৌশলের ব্যাখ্যা দিয়েছে বিকাশশীল ইনসান পার্টি (VIP)।  

    ধরাশায়ী অবস্থা VIP-র 
    মহাজোট জিতলে তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে হবে, এরকমই দাবি করে মহাজোটে পা রেখেছিল বিকাশশীল ইনসান পার্টি। কিন্তু হিসাব বলছে, মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বিহার বিধানসভা নির্বাচনে শূন্যপদে নামতে চলেছে। 

    কী বলেছেন সাহানি
    শুক্রবার এনডিটিভির সঙ্গে কথা বলার সময় সাহানি জানান, তিনি জনাদেশের প্রতি শ্রদ্ধাশীল। তবে এনডিএ-র এই জয়ের পিছনে রয়েছে দান-খয়রাতির ফসল। বিনামূল্যে বিহারবাসীকে পাইয়ে দেওয়ার ফসলই তুলেছেন নীতিশ কুমার। তবে এই বলেই থেমে থাকেননি তিনি। তাঁর মতে, নির্বাচন কমিশন বিরোধীদের ভোট চুরির অভিযোগের প্রতি কান দেয়নি বলেই এই ঘটনা ঘটেছে। 

    '২০ বছর ধরে মহিলাদের জন্য কাজ করেছেন নীতীশ'
    ভোটের ফল প্রকাশ হতেই সাহানি বলেন, "আমরা জনাদেশকে সম্মান করি এবং আমরা সকলেই কী ভুল হয়েছে তা নিয়ে আত্মসমালোচনা করব। প্রধানমন্ত্রী মোদির ভাষায়, এনডিএ "রেওয়াড়ি" (বিনামূল্যে) বিতরণ করে সরকার গঠন করছে। আমরা এটি দেখেছি যে কীভাবে নীতীশ কুমার ১০,০০০ টাকা তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করে মহিলাদের ভোট পেয়েছেন। এটি ছিল নীতীশজির শেষ নির্বাচন, তিনি গত ২০ বছর ধরে মহিলাদের জন্য কাজ করেছেন। তিনি ১০,০০০ টাকা বিতরণ করে তাঁর সরকার বাঁচাতে সক্ষম হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, তবে আমাদের আত্মসমালোচনা করতে হবে।" 

    কাঠগড়ায় কমিশন ?
    ভিআইপি প্রধান আরও যোগ করেন, "আমরা ভোট চুরির বিষয়গুলি উত্থাপন করেছি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে ভোটার অধিকার যাত্রায়ও অংশ নিয়েছি এবং জনগণের অভিযোগ তুলেছি। অনেক লোকের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল এবং আমরা তাদের আবার অন্তর্ভুক্ত করার জন্য বলেছিলাম, কিন্তু তা হয়নি।" সাহানি জোর দিয়ে বলেন যে বিরোধীরা যথাসাধ্য চেষ্টা করেছে তবে তার দল মহাজোটের মিত্রদের সঙ্গে একটি বিশ্লেষণ করবে এবং কোনও ভুল হয়েছে কিনা তা মূল্যায়ন করবে।

    বেশ কয়েক দফা দর কষাকষির পর ভিআইপি (আগে এনডিএ-র সঙ্গে ছিল) আরজেডি, কংগ্রেস ও অন্যান্য মহাজোটের সঙ্গে ১২টি আসনে প্রার্থী দেয়। মহাজোট জিতলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী পদ দিতে হবে তাঁকে, এমনটাই চেয়েছিল VIP । বিশেষত নিষাদ বা মাল্লা সম্প্রদায় ও অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর ভোট পাওয়ার লক্ষ্যে জোটে ঢুকেছিল VIP । কিন্তু শেষ রক্ষা হল না।

    Click here to Read More
    Previous Article
    Yogi Magic In Bihar : বিহারে যোগীর জাদু, ৩১ আসনে প্রচার চালিয়ে ২৫টিতে এগিয়ে NDA
    Next Article
    Bihar 2025 Elections: যত আসনে জয়ী, বিলি হবে তত কেজি লাড্ডু! বিহারে NDA ঝড়, ঢোল-আতসবাজিতে ফল ঘোষণার আগেই শুরু উদযাপন

    Related Updates:

    Comments (0)

      Leave a Comment