Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Narendra Modi Meeting : আসছেন না মোদি, তাহেরপুরে সমর্থকদের তুলকালাম! গেট, ব্যারিকেড ভাঙার উপক্রম

    2 days ago

    নদিয়া: তাহেরপুরে তুলকালাম !  ভয়ঙ্কর পরিস্থিতি। শনিবার সভার আগেই ভিড়ের চোটে সভাস্থলে ঢোকা দায় হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর দর্শন পেতে ১ কিলোমিটার দূরের হেলিপ্যাডেও ভিড় জমান  সমর্থকরা। তবে তাদের আশাভঙ্গ হয়। কুয়াশার জন্য তাহেরপুরে নামতে পারেনি মোদির কপ্টার। দৃশ্যমানতা কম থাকায় কলকাতায় ফিরতে হয় মাঝপথ থেকে। তারপর কথা হয়, সড়কপথে যাবেন  প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নিরাপত্তার কারণে,  সেখানে পরিকল্পনা বাতিল করে SPG। অবশেষে ঠিক হয়েছে , কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করবেন প্রানমন্ত্রী। 

    এই পরিস্থিতিতে বাঁধভাঙা পরিস্থিতি তৈরি হয়। আশাভঙ্গ হওয়ায় যেনতেন ভাবে সভাস্থলে ঢোকার চেষ্টা করতে থাকেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ফেলার উপক্রম হয়। ভিড় সামলাতে বেগতিক হাল হয়। পুলিশের কাছে ব্যারিকেড সরানোর দাবি করতে থাকেন সমর্থকরা। কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ভিভিআইপি গেট ও ব্যারিকেড ভেঙে ফেলার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। কিন্তু অভিযোগ শান্তনু ঠাকুর একবার সেখানে এলেও, আর কোনও বিজেপি নেতাকে সেখানে দেখা যায়নি। সেখানে উপস্থিত কেউ কেউ রাজ্য প্রশাসনের সাহায্যও চান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু মরিয়া জনসাধারণকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। পরে অবশ্য ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ' সবার প্রথম, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি ওখানে আপনাদের মাঝে হাজির হতে পারলাম না। কুয়াশার কারণে ওখানে হেলিকপ্টার অবতরণের পরিস্থিতি ছিল না। এই কারণে আমি আপনাদের টেলিফোনের মাধ্যমে সম্বোধন করছি। ' 

    এদিনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসা ৩ বিজেপি কর্মীর !  নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে শনিবার ভোরে মুর্শিদাবাদের বড়ঞা থেকে নদিয়ার তাহেরপুরে এসে পৌঁছয় বিজেপি কর্মী সমর্থকদের একটি বাস। সূত্রের খবর, বাদকুল্লার কাছে সভায় আসা বাস ও অন্যান্য গাড়িগুলিকে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জায়গাটি রেললাইনের পাশে হওয়ায়,  সেইসময় বেশকিছু বিজেপি কর্মী রেললাইনের আশেপাশে ছিলেন।  ভোর ৫টা ২০ নাগাদ চলে আসে ডাউন কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। ট্রেনের ধাক্কায় ছিটকে যান কয়েকজন বিজেপি কর্মী সমর্থক।  তাদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। শক্তিনগর জেল হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।             

    Click here to Read More
    Previous Article
    Hardik Pandya: বিধ্বংসী হাফসেঞ্চুরি করে বান্ধবীকে চুমু ছুড়ে দিলেন হার্দিক, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
    Next Article
    ঠেকে শিখেছেন গম্ভীর! নাম নয়, পারফরম্যান্স দেখেই বিশ্বকাপে দল বাছাই আগরকরদের

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment