Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mustafizur Rahman: টেস্ট খেলার ছাড়পত্র এনে দিয়েছিল ভারত, সেই বাংলাদেশ এখন ক্রিকেট খেলতে চায় না ভারতেই?

    2 weeks ago

    কলকাতা: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2025) থেকে ছাঁটাইয়ের পর পাল্টা ভারতকে চাপে ফেলার কৌশল নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে নারাজ বাংলাদেশ। আইসিসিকে তারা তাদের বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার আবেদন করেছে। যদিও শেষ মুহূর্তে তা সম্ভব কি না, তা নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন। অন্যদিকে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার কথা বলেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

    যা দেখেশুনে ক্রিকেটের খোঁজখবর রাখা অনেকে হতবাক। কারণ, বাংলাদেশ ক্রিকেটকে সাবলম্বী হতে সাহায্য করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডই। ভারতীয় ক্রিকেট বোর্ডই তাদের টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছিল। যখন তাদের সঙ্গে কেউ ক্রিকেটও খেলতে চাইত না, তখন ভারত প্রতিবেশী দেশের সঙ্গে প্রথম টেস্ট খেলে তাদের সাহায্য করেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া সেই টেস্ট ম্যাচ ৯ উইকেটে জিতেছিল। সেই ম্যাচে রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর,জাহির খানের মতো তারকা খেলোয়াড়রাও ছিলেন।

    বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিতে ভারত সাহায্য করেছিল

    সাল ২০০০। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তখন আইসিসি-র প্রধান ছিলেন। তিনি সর্বসম্মতিক্রমে ভোট করিয়ে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়েছিলেন। যখন কেউ তাদের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছিল না, তখন ভারতীয় ক্রিকেট দল তাদের সঙ্গে প্রথম টেস্ট খেলেছিল।

    শুরুটা হয়েছিল ১৯৯৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ থেকে। বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্টে খেলেছিল। তারা স্কটল্যান্ডকে হারিয়ে তাদের প্রথম জয় অর্জন করে। এরপর তারা সেই সংস্করণের অন্যতম শক্তিশালী দল পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনও ঘটায়। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এবং তৎকালীন আইসিসি প্রধান জগমোহন ডালমিয়া পুরো জোর দিয়েছিলেন বাংলাদেশকে টেস্ট খেলিয়ে দেশের স্বীকৃতি দেওয়ার জন্য। তিনি ২০০০ সালে বাংলাদেশকে সর্বসম্মত ভোটে টেস্ট খেলার মর্যাদা অর্জনকারী দশম দেশ বানাতে সাহায্য করেছিলেন।

    বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচটি খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু তারা বিভিন্ন কারণ দেখিয়ে খেলতে অস্বীকার করে। তখন ভারত বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলে তাদের টেস্ট স্ট্যাটাস দিয়েছিল। এই টেস্ট ১০-১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত ৯ উইকেটে জিতেছিল।

    এখন কেন এই বিতর্ক?

    বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ ভারতে ছড়িয়ে পড়েছে। তার প্রভাব আইপিএলের ওপরও পড়েছে। বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেকেআর ৯.২০ কোটি টাকায় কিনেছিল। তবে পরে বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে। তারপরই বাংলাদেশে ক্ষোভের আবহ।

    বিসিবি জরুরি বৈঠক ডাকে এবং সিদ্ধান্ত নেয় যে তারা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করবে। বাংলাদেশ আইপিএল ম্যাচের লাইভ সম্প্রচারেও নিষেধাজ্ঞা জারি করে।

    Click here to Read More
    Previous Article
    Manoj Kothari: বছরের শুরুতেই নক্ষত্রপতন, আচমকা মৃত্যু বাংলার বিশ্বচ্যাম্পিয়নের, শোকস্তব্ধ ময়দান
    Next Article
    Pratika Rawal: সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃতি! ক্ষোভে ফেটে পড়লেন ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment