Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mustafizur Rahman: আইপিএলে ফেরার প্রস্তাব মুস্তাফিজুরকে? বড় আপডেট দিলেন বাংলাদেশ বোর্ডের প্রধান

    2 days ago

    ঢাকা: আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও হিন্দু নিধনের আবহে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় শাহরুখ খানের (Shah Rukh Khan) কেকেআর। সেই ঘটনার পর ভারত ও বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে।

    কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে নিলামে ৯.২০ কোটি টাকায় কিনেছিল, কিন্তু পরে তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই দুই ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদ ক্রমশ প্রকট হচ্ছে। এমনকী, ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা নিয়েও আপত্তির কথা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    এরই মাঝে গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি হচ্ছে যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) মুস্তাফিজুরকে আইপিএলে খেলার সুযোগ দেওয়ার ব্যাপারে নাকি ফের চিন্তাভাবনা করছে। যার ফলে মুস্তাফিজুরের আইপিএলে ফেরা সম্ভব। যদিও, এবার এই জল্পনার উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট ভাবে জল ঢেলেছেন।

    বিসিবি সভাপতির বক্তব্য

    আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট ভাষায় বলেছেন যে, বিসিসিআই-এর তরফে মুস্তাফিজুরের প্রত্যাবর্তনের বিষয়ে কোনও কথা বলা হয়নি। তিনি বলেন, “মুস্তাফিজুরের আইপিএলে ফেরার বিষয়ে আমার বিসিসিআই-এর সঙ্গে কোনও আলোচনা হয়নি। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই।” তাঁর এই বক্তব্যের পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, আপাতত মুস্তাফিজুরের আইপিএলে ফেরার সম্ভাবনা নেই।

    বিবাদের মূল কারণ কী?

    মুস্তাফিজুরকে আইপিএল থেকে ছাঁটাই করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ হয়। এর জবাবে বাংলাদেশ তাদের দেশে আইপিএল-এর সম্প্রচার বন্ধ করে দেয় এবং একই সঙ্গে ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল পাঠাতেও অস্বীকার করেছে। বাংলাদেশ ভারতে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় করার দাবি জানিয়েছে।

    তামিম ইকবাল দিলেন পরামর্শ

    এই পুরো বিষয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ধৈর্য ধরার আবেদন করেছেন। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া উচিত নয়, কারণ এর প্রভাব আগামী ১০ বছর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের উপর পড়তে পারে। তামিমের মতে, আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যেতে পারে।

    অনড় বাংলাদেশ

    বাংলাদেশ সরকারের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন। তিনি জাতীয় সম্মানের কথা উল্লেখ করে ভারতে খেলতে আপত্তি জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

    Click here to Read More
    Previous Article
    I-PAC Case High Court: 'বিচারপতি বদলের আবেদন ইডি'র, হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি, কবে হবে শুনানি?
    Next Article
    Vijay: থলপতি বিজয়ের শেষ ছবি নিয়ে জটিলতা! লাখ লাখ টিকিট বিক্রি হওয়ার পরেও পিছিয়ে গেল মুক্তি

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment