Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    মুস্তাফিজুর বিতর্কের মাঝেই বাংলাদেশে ভারত সফরের দিন ঘোষণা, যাবেন কি রো-কো?

    1 week ago

    রাজনৈতিক অশান্তির জন্য গত বছর বাংলাদেশে সিরিজ খেলতে যায়নি ভারত।

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-এ বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের (IND vs BAN)। যা রাজনৈতিক অশান্তির কারণে শেষ পর্যন্ত আর হয়নি। সেই সিরিজটি হবে এই বছর। বাংলাদেশ বোর্ড থেকে ইতিমধ্যে ভারত সফরের দিন জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি শেষ পর্যন্ত যাবে? বর্তমান সময়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো নিয়ে যেভাবে সমস্যা বেড়েছে, তাতে ভারত আদৌ যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২৮ আগস্ট পড়শি দেশে ভারতের যাওয়ার কথা। ১, ৩, ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ৯, ১২, ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, “যে সিরিজটা আগে বাতিল হয়েছে, এবছর সেই সিরিজটা হবে। এবছর আমরা সারা বছরজুড়ে দেশে অনেক ক্রিকেট ম্যাচ দেখতে পারব। কোথায় ম্যাচগুলো হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।”

    তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। বিশেষ করে ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। এই পরিস্থিতিতে বাংলাদেশি পেসার ভারতে আসতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক তেমনই, বিরাট-রোহিত-সহ ভারতীয় দল এই আবহে আদৌ বাংলাদেশে যাবেন কি না, সেটাও চর্চার। আগস্ট এখনও অনেকটাই দেরি। ততদিনে কী পরিস্থিতি দাঁড়াবে, তার উপর অনেক কিছুই নির্ভর করছে।

    তবে শুধু ভারত নয়। চলতি বছরে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশে খেলতে যাবে।

    Click here to Read More
    Previous Article
    গোহারা হেরে আফ্রিকান টুর্নামেন্ট থেকে ছিটকে যেতেই শাস্তি! দলকেই ‘নিষিদ্ধ’ ঘোষণা সরকারের
    Next Article
    সংখ্যালঘু নির্যাতনে নীরব, তবু আইপিএল খেলার অনুমতি মুস্তাফিজুরকে? মুখ খুলল বিসিসিআই

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment