SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Mohsin Naqvi: ভারতের জেতা ট্রফি নিয়ে পালিয়েছিলেন, এবার বিপাকে মহসিন নকভি, কী সন্দেহে গাড়িতে তল্লাশি?

    1 day ago

    লন্ডন: তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। সেই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও। তবে মহসিন নকভি (Mohsin Naqvi) তুমুল বিতর্কে জড়ান এশিয়া কাপের সময়। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদবদের ট্রফি না দিয়ে চলে গিয়েছিলেন মহসিন নকভি। জানা গিয়েছিল, মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়ার ব্যাপারে আপত্তি ছিল ভারতীয় দলের। যে কারণে ভারতীয় দলকে না দিয়ে ট্রফি নিয়েই দেশে ফিরে গিয়েছিলেন নকভি।

    এবার ফের বিতর্কে নকভি। লন্ডনে তাঁর গাড়ি থামিয়ে চিরুনি তল্লাশি চালাল পুলিশ (London Police)। কেন? পুলিশ সন্দেহ করেছিল, নকভির গাড়িতে বিস্ফোরক বা মাদক থাকতে পারে। তল্লাশিতে সেরকম কিছু পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। যদিও এই তল্লাশির ঘটনায় বিড়ম্বনার মুখে পড়েছেন পাকিস্তানের মন্ত্রী তথা ক্রিকেট বোর্ডের প্রধান।

    নকভির গাড়িতে তল্লাশির খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের ঝড়। বলা হচ্ছে, পাকিস্তানিদের বিশ্বাসযোগ্যতার ছবিটা গোটা বিশ্বেই এত করুণ যে, মন্ত্রীর গাড়িও ছাড় পাচ্ছে না। এমনকী, নকভির গাড়িতে বোমা কিংবা মাদক থাকতে পারে, এমন সন্দেহও করছে বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনি! লন্ডন পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। নকভিও প্রকাশ্যে মন্তব্য করেননি।

    লন্ডনে কী করছেন নকভি? পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) বিরোধী হিসেবে পরিচিত রাজনীতিবিদ শাহজাদ আকবর (Shahzad Akbar) ও আদিল রাজাকে (Adil Raja) প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করার জন্য লন্ডনে গিয়েছেন নকভি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিশেষ সহকারী ছিলেন আকবর। পাক সেনার অফিসার ছিলেন রাজা। তাঁদের দেশে ফেরাতে চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। তা নিয়ে আলোচনার জন্যই পাক সরকারের প্রতিনিধি হিসেবে লন্ডনে গিয়েছেন নকভি

     

    পিসিবি (PCB) প্রধান এবং দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) ক্রিকেট মাঠে একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে সাম্প্রতিক সময় সমালোচনার মুখে পড়েছেন। এবার রীতিমতো অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়লেন নকভি।

    Click here to Read More
    Previous Article
    Shani Sade Sati: ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই রাশিতে প্যাঁচ খেলবেন শনি! বিনিয়োগে টাকা নষ্ট থেকে চাকরিতে টালমাটাল?
    Next Article
    'Somewhat successful': Musk reflects on time at DOGE, says his companies paid price

    Related টপ নিউজ Updates:

    Comments (0)

      Leave a Comment