Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    মেসি কাণ্ডে ৩৭ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু দত্ত, ছাড়া যাবে না রাজ্য

    2 days ago

    এর আগে দু'বার তাঁর জামিন খারিজ হয়েছিল। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিনই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করা হয়।

    অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। সোমবার বিধাননগর আদালতে ৫ হাজার টাকার দু’টি সিকিউরিটি বন্ডের ভিত্তিতে তাঁকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া রাজ্য ছেড়ে যেতে পারবেন না তিনি। এর আগে দু’বার শতদ্রুর জামিন খারিজ হয়েছিল। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিনই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করা হয়।

    মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীর বিশৃঙ্খলার পরে ১৩ ডিসেম্বরই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তখন ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় জামিনের আবেদন। অবশেষে মেসি কাণ্ডের ৩৭ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু।

    দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা দায়ের করা হয়। পাশাপাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।

    এর আগে সরকারি আইনজীবী জানিয়েছিলেন, টিকিট বিক্রি এবং সরকারি সম্পত্তি ধ্বংসে পরিমাণ মিলিয়ে দেখলে ২৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। ইতিমধ্যেই দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর সঙ্গে টিকিট বিক্রির টাকাও দর্শকদের মধ্যে ফেরানোর প্রক্রিয়া চলছে বলা জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    উথলে উঠছে দরদ, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করল পাকিস্তান!
    Next Article
    সিরিজ হারের আসল ‘ভিলেন’ কারা? গাভাসকর বললেন, ‘কয়েকজনকে তো দেখছি…’

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment