Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Mamata Banerjee : 'দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা', নাম না করে শাহকে তুলোধনা মমতার

    1 day ago

    বড়জোড়া : আসন্ন বিধানসভা ভোটের আগে SIR আবহে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আগাগোড়া তৃণমূলকে নিশানা করলেন। পাল্টা বাঁকুড়ার বড়জোড়ায় প্রাক নির্বাচনী জনসভায় সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। নিশানা করলেন শাহকে। তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "একজন দুঃশাসন এসেছেন বাংলায়। ভোট এলে, দুর্যোধন-দুঃশাসনরা আসেন। ওঁদের চোখে দেখবেন, দু'চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এল রে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন, বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। কেন ? সারা সারাজীবন বাংলায় থেকেছেন, বাংলার ভোটার।"

    এদিন অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, "মমতাজি আমি জানতে চাই, কোন সরকার বাংলাদেশের পুরো সীমান্তে ফেন্সিং করতে বাধা দেয় ? জবাব দিতে না পারলে, আমিই বলছি আপনি জমি দিচ্ছেন না, তাই ফেন্সিং করতে পারছি না। অনুপ্রবেশকারী প্রথমে কোথায় যায়, পুলিশ কী করে, থানা কী করে, জবাব আছে ? বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন ? অসম, গুজরাত, পঞ্জাব, কাশ্মীরে কেন অনুপ্রবেশ হয় না । শুধু বাংলায় কেন হয় ? আর বাংলা ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে আপনি সুবিধা নেন। এটা চলতে পারে না। আমি জানি যে আগামী ভোট অনুপ্রবেশকারী ঠেকাতে হবে। বাংলার মানুষকে বলতে চাই, এই অনুপ্রবেশ শুধু বাংলার বিষয় নয়, দেশের সুরক্ষার বিষয়। বর্ডার সিল করে দিন, বন্ধ হবে। এটা শুধু বিজেপি করতে পারে। " এর পাল্টা জবাব দেন মমতা।

    তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই দ্বারকেশ্বর-বিষ্ণুপুর লাইন কে করে গেছেন ? মমতা ব্যানার্জি করে গেছেন। আপনি নন। জিজ্ঞাসা করুন, দুঃশাসন কমরেডদের। ওঁরা এখন কমরেড হয়ে গেছে। আমি যদি জমি না দিতাম, তাহলে ইসিএলের জমিগুলো কয়লা তোলার জন্য কোথা থেকে আসত ? রানিগঞ্জে জমি কে দিয়েছে ? জামুড়িয়ায় জমি কে দিয়েছে ? বাঁকুড়ায় জমি কে দিয়েছে ? বনগাঁ-পেট্রাপোলে জমি কে দিয়েছে ? ঘোকসাডাঙায় জমি কে দিয়েছে ? চ্যাংড়াবান্ধা-মালবাজারে জমি কে দিয়েছে ? অন্ডাল বিমানবন্দরে জমি কে দিয়েছে ? পানাগড়ে জমি কে দিয়েছে ? বড় বড় কথা। মিথ্যা কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নেই ? তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার শুধু উত্তর দিন, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন ?" Mamata Banerjee Rally

     

    Click here to Read More
    Previous Article
    क्या पूरी ट्रेन बुक करवाकर कहीं भी ले जा सकते हैं आप, इसके लिए कितना आता है खर्चा?
    Next Article
    Joy Goswami: SIR-শুনানিতে ডাকা হল কবি জয় গোস্বামীকে, 'বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও লাইনে দাঁড় করাত,' তীব্র প্রতিক্রিয়া ব্রাত্যর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment