Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mamata Banerjee: আইপ্যাক-তল্লাশিতে হাজির মমতা, সুপ্রিম কোর্টে ‘ডাকাতি’র অভিযোগ তুলল ইডি, নির্ধারিত ধারায় শাস্তি…

    4 days ago

    অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়: আইপ্যাক-তল্লাশিকাণ্ডে এবার ডাকাতির অভিযোগ তুলল ইডি। আজই সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করে ইডি। পিটিশনে তাদের দাবি, যেহেতু ED-র অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে, অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা ডাকাতির অপরাধও করেছে। এ নিয়েও শুরু হয়েছে তরজা। (ED Raids at IPAC)

    কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, এই প্রশ্নের উত্তরের খোঁজেই বৃহস্পতিবার দেশজুড়ে একসঙ্গে ১০ জায়গায় অভিযান চালায় ED. তার মধ্যে দুটি লোকেশন, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পৌঁছে যান ED-র অফিসাররা। আর সেখানেই উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)

    প্রতীকের বাড়িতে খালিহাতে ঢুকলেও, হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা। বলে, "আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা। এটাই কি ED এবং অমিত শাহর কাজ?" এর পর সল্টলেকের অফিস থেকে বেরিয়ে মমতা বলেন, "সে আবার আমার দলের সমস্ত নথিপত্র নিয়ে যাচ্ছে!যখন অফিসে কেউ ছিল না, তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ, আইফোন, ইলেকশনের যে স্ট্র্যাটেজি, SIR-এ আমাদেরও কাজ চলছে।"

    সেই ঘটনাতেই এবার ডাকাতির অভিযোগ তুলল ED. সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে,
    যেহেতু ED-র অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে, অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা BNS ২০২৩-এর ৩০৯ নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছেন।

    সুপ্রিম কোর্টে ED-র পিটিশনে আরও দাবি করা হয়েছে, যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা ৫ জনের বেশি ছিল, যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্য়ায় সংহিতার ৩১০ ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারায় অনুযায়ী নির্ধারিত শাস্তি ৭ বছরের কম নয়। শুধু ডাকাতির অভিযোগই নয়, ইডি অস্ত্রের প্রসঙ্গও তুলেছে। তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগও তুলেছেন ইডি-র আইনজীবী।

    এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই ইডি-র মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্যভাণ্ডার লুঠ করতে কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠায়। বাংলার বাঘিনী, মমতা বন্দ্যোপাধ্যায় ওই লেঠেল বাহিনীর সামনে একা দাঁড়িয়ে নিজের দলের তথ্যভাণ্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গিয়েছে ৫৬ ইঞ্চির লোকজন।"

    পাল্টা বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "এটা ইডি-র বলার কোনও প্রয়োজন নেই। বাংলার প্রত্যেকটি মানুষও জানেন। স্কুলে পড়া শিশুও একই কথা বলবে। আগেও হস্তক্ষেপ করেছেন উনি, আগেও সরাসরি ধর্না দিয়েছেন, এর আগেও ওঁর নির্দেশে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলেছে।  এ তো মানুষ দেখেছেন!"

    যদিও ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বক্তব্য, "ED-র আধিকারিকরা কী করছিলেন? বিনা বাধায় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, ফাইল নিয়ে চলে গেলেন। কেউ আটকাল না! কী ভাবে ঢুকলেন, কী পদক্ষেপ হল? এই নিয়ে বাংলার অলিগলিতে যখন চর্চা হচ্ছে, বিজেপি-তৃণমূলের বাইনারিটা এক্সপোজ় হয়ে যাচ্ছে। এই মামলায় কিছু হবে না। বাংলার মানুষকে নিয়ে নাটক চলছে।" সবমিলিয়ে সুপ্রিম কোর্টে ইডির জোড়া পিটিশন ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে।

    Click here to Read More
    Previous Article
    SSC NEWS | আগামী সপ্তাহেই প্রকাশিত হবে একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা। SSC Case
    Next Article
    Weather Update : ভয়ঙ্কর শৈত্যের 'রেড অ্যালার্ট', বেশ কিছু জায়গায় বৃষ্টিও, আবহাওয়া দফতর দিল বড় আপডেট

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment