SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Maa Sarada Birthday 2025: আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি, জয়রামবাটি-বেলুড় মঠ-কামারপুকুরে সাড়ম্বরে উৎসব পালন

    1 week ago

    তুহিন অধিকারী, ভাস্কর ঘোষ, বাপন সাঁতরা : আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান। আজ সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শোভাযাত্রা সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। পাশাপাশি বেলুড় মঠেও পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়। পাশাপাশি, চলছে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত। 

    জয়রামবাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে মা সারদার পবিত্র জন্মতিথি 

    বাঁকুড়ার জয়রামবাটিতে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে মা সারদার ১৭৩ তম জন্মতিথি। সকাল থেকে পুজো পাঠ-সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাতৃ মন্দিরে পালিত হচ্ছে দিনটি। পবিত্র এই দিনে মা সারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃ মন্দিরে। 

    ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। অল্প বয়সেই কামারপুকুরের রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তাঁর জীবনের একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতেই। সেই জয়রামবাটিতেই পরবর্তীতে মাতৃ মন্দির স্থাপনের পর থেকে মা সারদার জন্ম তিথি পালনের রেওয়াজ শুরু হয়। চলতি বছর তিথি ধরে আজ মাতৃমন্দিরে আয়োজিত হয় মা সারদার ১৭৩তম জন্মজয়ন্তী উৎসব। মায়ের জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃমন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। আজ ভোরে মঙ্গলারতি ও বিশেষ পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয়। সকালে মাতৃমন্দিরের মহারাজ, পূণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাতফেরি হয়। সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয় জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের তা শেষ হয় মাতৃমন্দিরে। এরপর দিনভর বেদপাঠ, স্তবগান, ভক্তিগীতি, মাতৃ সঙ্গীত, বিশেষ পুজো,  ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে। সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। মা সারদার জন্মতিথি উপলক্ষে গতবছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা সারদা মেলা। মা এর জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত ও পূণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো, পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি মেলা প্রাঙ্গনেও ভিড় জমাচ্ছেন ভক্তরা। 

    বেলুড় মঠের শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি উৎসব পালন 

    চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার ১৭৩ তম জন্ম তিথি উৎসব পালিত হচ্ছে। ভোর ৪টে ৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গোলতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর পর্যায়ক্রমে হবে বেদ পাঠ, স্তব গান,ভজন, বিশেষ পূজা ও হোম। সকাল আটটা থেকে অস্থায়ী ভাবে নির্মিত  সভা মণ্ডপে হবে মায়ের কথা পাঠ, পদাবলী কীর্তন,ভজন সহ নানা অনুষ্ঠান। দুপুর তিনটেয় হবে ধর্মসভা। সকাল ১১ টা থেকে হাতে হাতে  প্রসাদ বিতরণ শুরু হবে। সন্ধ্যায় সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই দূরদূরান্তে থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক। মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন। 

    মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরেও রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে উৎসব পালন 

    আজ এক বিশেষ দিন। মা সারদার ১৭৩ তম জন্মতিথি। আর এই জন্মতিথি উপলক্ষে যেমন বাগবাজার, বেলুড় মঠ ও জয়রামবাটিতে পালন করা হয়, ঠিক তেমনি পরমহংস দেবের বাড়ি তথা মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরেও রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় সারদা দেবীর জন্মতিথি। মায়ের জন্মতিথি উপলক্ষে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় কামারপুকুর মঠ। সকাল থেকেই বিশেষ পূজাপাঠ, ভক্তিমূলক গানের আয়োজন করা হয়। ভক্তরাও ভিড় করেন। 

    Click here to Read More
    Previous Article
    Aniket Mahato: হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি আর জি কর আন্দোলনের প্রতিবাদী মুখ অনিকেত মাহাতোর
    Next Article
    TMC News: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment