Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Jeet: জিৎ-কে দেখতে গিয়ে বিশৃঙ্খলা, অনুষ্ঠানে ভাঙা হল ব্যারিকেড, চেয়ার! ভিড় সামলাতে হিমশিম পুলিশ

    21 hours ago

    কলকাতা: একের পর এক শিল্পীর অনুষ্ঠানে বিভ্রাট, আর এবার সেই তালিকায় নাম জুড়ল জিৎ (Jeet)-এর! এর আগে, সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)-কে গান গাইতে বাধা দেওয়া হয় একটি অনুষ্ঠানে। এরপরে, মধুবন্তী মুখোপাধ্য়ায়কে একটি অনুষ্ঠানে গান গাইতে বাধা দেওয়া হয়। এরপরে, জিৎ-এর অনুষ্ঠানে ঘিরে তৈরি হল বিশৃঙ্খলা। তবে কোনও রাজনৈতিক বা ধর্মভিত্তিক কারণে নয়, জিৎ-কে দেখতে বাঁধভাঙা উচ্ছ্বাসেই তৈরি হল বিপত্তি। ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ!

    জানা যাচ্ছে, ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। সেই মেলাতেই অনুষ্ঠান করতে হাজির হয়েছিলেন জিৎ। রাঢ় বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলেই মূলত এই মেলার উদ্যোগ। যদুভট্ট মঞ্চে জিৎ ও অন্যান্য কিছু শিল্পীদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। জিৎ-কে দেখতে এদিন ভিড় ভেঙে পড়েছিল মেলায়। দূর দূরান্ত থেকে এসেছিলেন সাধারণ মানুষেরা। অনুষ্ঠান যখন পুরোমাত্রায় চলতে থাকে, তখনই ভিড় ভীষণ বাড়তে থাকে। সামনের দিকের ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ।

    এরপরেই পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়, শুরু হয় ধাক্কাধাক্কি। কয়েক মূহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থল রণক্ষেত্র হয়ে ওঠে। শুরু হয়ে চেয়ার ভাঙা। মঞ্চের সামনে থাকা ব্যরিকেড ভেঙে ফেলা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সামনে রাখা কয়েকশো চেয়ার। অভিযোগ, প্রবীণ নাগরিক আর মহিলাদের বসার চেয়ার ভাঙচুর করা হয়। এখানেই শেষ নয়, অভিযোগ আশেপাশের দোকানেও ভাঙচুর চালানো হয়, চলে অবাধে লুঠপাঠ। মঞ্চস্থলে থাকা ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ আহত ও হয়েছেন বলে জানা যায়।

    পুলিশ পরিস্থিতি সামাল দিতে অনেক রকম ব্যবস্থাই নেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুজনকে আটক ও করেছিল, তবে পরে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। পুলিশের দাবি, দর্শকদের একাংশের বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগ রয়েছে। তবে ঘটনায় অভিনেতা তেমন কোনও সমস্যায় পড়েননি। অনুষ্ঠান শেষ হয় নির্বিঘ্নে। মঞ্চ থেকে জিৎ ও অন্যান্য কলাকুশলীরা অনুষ্ঠান শেষ করে নেমে যান। তবে অনেক দোকানদার অভিযোগ করেন যে, তাঁদের খাবার দোকান থেকে শুরু করে একাধিক দোকান লুঠ হয়ে গিয়েছে। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ও পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তেমন কোনও ঘটনা ঘটেনি।   

    Click here to Read More
    Previous Article
    Salman Khan: পান মশলার বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সলমনকে আইনি নোটিস, স্বাক্ষরের ফরেন্সিক পরীক্ষা!
    Next Article
    Imran Khan: 'বলিউডে মেধা দেখে কাস্টিং হয় না, বাজেট বুঝে হয়', বিস্ফোরক ইমরান খান!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment