Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jaya Bachchan and Rekha: 'জয়া বচ্চনের মতো বোরিং নন রেখা, তিনি রহস্যময়ী', দুই নায়িকাকে নিয়ে অকপট লেখিকা

    2 weeks ago

    কলকাতা: জয়া বচ্চন (Jaya Bachchan) বিভিন্ন অনুষ্ঠানে এসে, বা প্রচারে এসে পাপারাৎজিদের মুখোমুখি হন। তবে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতো, পাপারাৎজিদের দিকে হেসে পোজ় দেন না জয়া, কথাও বলেন না। বরং পাপারাৎজিরা তাঁর ছবি তুলতে গেলেই, বিরক্ত হন। হামেশাই পাপারাৎজিদের ধমক দিতেও দেখা যায় তাঁকে। তবে জয়া বচ্চনের প্রায় সমসাময়িক অভিনেত্রী রেখা (Rekha) কিন্তু এক্কেবারে আলাদা। তিনি পাপারাৎজিদের সামনে হেসে কথা বলেন, পোজ় ও দেন। সম্প্রতি লেখিকা শোভা দে, জয়া বচ্চন আর রেখা সম্পর্কে তাঁর নিজে অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন।

    সম্প্রতি ভিকি লালওয়ানিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শোভা দে বলেন- 'রেখাকে দেখতে কখনও একঘেয়ে লাগে না। তাই তাঁর প্রতিটি রিল দেখতে আমার ভাল লাগে। আমি দেখতে পছন্দ করি যে, তিনি পাপারাজ্জিদের জন্য কী কী করেন। তিনি জয়া বচ্চনের মতো একেবারেই নন। রেখা পাপারাজ্জিদের আকৃষ্ট করার চেষ্টা করেন। এই পার্থক্যটাই আমার কাছে খুব আকর্ষণীয়। রেখার প্রতিটি দিকই কৃত্রিম, এবং আমার এটা ভাল লাগে। কারণ তিনি সেই চরিত্রে অভিনয় করার জন্য অনেক পরিশ্রম করেন।'

    রেখা সম্পর্কে শোভা আরও বলেন, 'রেখা হওয়া সহজ নয়। তিনি যা চান, তাই হতে পারেন। তিনি অমিতাভ বচ্চনও হতে পারেন। তিনি চাইলে লিঙ্গও পরিবর্তন করতে পারেন; তিনি এত প্রতিভাবান।' শোভা আরও বলেন, 'রেখার মধ্যে অনেকগুলি সত্ত্বা রয়েছে। রেখার কোন সত্ত্বাটা মানুষ দেখবেন, সেটা রেখা নিজেই ঠিক করেন। এটাই তাঁকে খুব আকর্ষণীয় করে তোলে। তিনি যা চান তাই হতে পারেন। রেখা খুবই বুদ্ধিমান, সংবেদনশীল এবং প্রতিভাবান, তিনি একজন অসাধারণ মহিলা যিনি প্রতিদিন নিজেকে আবিষ্কার করেন।'

    শোভা রেখাকে নিয়ে আরও বলেন, 'তাঁর সবচেয়ে বড় শক্তি তাঁর রহস্যময় ব্যক্তিত্ব। যদি তিনি এই রহস্য কমানোর চেষ্টা করেন, তবে এটা তাঁর পক্ষে বিপজ্জনক হবে। একবার রহস্য দূর হয়ে গেলে, তাঁর আশ্রয় নেওয়ার মতো বিশেষ কিছু থাকবে না। ১০-১৫ বছর ধরে এমন কোনও কাজ নেই যেটা তিনি পুনরাবৃত্তি করেছেন। রেখার কাছে যা রয়েছে, তা শুধুই রহস্য। সেটা যদি তাঁর চলে যায়, তাহলে আর কিছুই থাকবে না। সেই কারণেই তাঁকে রহস্যটা বাঁচিয়ে রাখতে হবে।'

    জয়া বচ্চন সম্পর্কে অবশ্য ইতিবাচক কিছু বলেননি শোভা।

     

    Click here to Read More
    Previous Article
    Shilpa Shetty-Raj Kundra: কোটি কোটি টাকা প্রতারণার মামলা, এবার বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়াল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার!
    Next Article
    Avika Gor: সত্যিই কী অন্তঃসত্তা 'বালিকা বধূ' অভীকা গৌর? গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment