Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Protests: আল্লাহ্-র বিরুদ্ধে যুদ্ধঘোষণার অভিযোগ, ইরানে আজ ফাঁসি এরফান সুলতানির, হুঁশিয়ারি ট্রাম্পের

    6 days ago

    নয়াদিল্লি: সরকারি বিরোধী আন্দোলনে যোগ দিয়ে আটক হন। আশা ছিল, পরিস্থিতি শান্ত হলে বেরিয়ে আসবেন। কিন্তু ২৬ বছর বয়সি এরফান সুলতানের ভবিতব্য ঠিক করে ফেলেছে ইরান সরকার। তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরফানের পরিবারকেও ছেলের শাস্তির কথা জানানো হয়েছে। ফাঁসির আগে ১০ মিনিটের জন্য সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে ছেলের সঙ্গে। (Iran Protests)

    অর্থনৈতিক সঙ্কট, মুদ্রাস্ফীতি এবং দৈনন্দিন জীবনযাপনের খরচ সামাল দিতে হিমশিম পরিস্থিতি। সেই নিয়েই গত তিন সপ্তাহ ধরে প্রতিবাদ-বিক্ষোভে তপ্ত ইরান। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে। আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ কমেনি এতটুকু। সরাসরি সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু কামনা করে স্লোগান তুলছেন বিক্ষোভকারীরা। (Erfan Soltani)

    হাজার হাজার মানুষের লঙ্গে সেই বিক্ষোভে শামিল হন এরফানও। তাঁকেও তুলে নিয়ে যায় পুলিশ। সেই থেকে কোনও খবর পাওয়া যাচ্ছিল না তাঁর। কয়েক দিন আগে এরফানের পরিবারের কাছে খবর যায়। তবে না অভিযোগের কথা জানানো হয় তাঁদের, না আদালতে শুনানির দিন ক্ষণ জানানো হয়। শুধু বলা হয়, মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে তাঁদের ছেলেকে। ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে। ছেলেকে বিদায় জানাতে পারেন তাঁরা। 

    বুধবারই এরফানের ফাঁসি কার্যকর হওয়ার কথা। এদিন বিকেল পর্যন্তও সে নিয়ে কিছু জানায়নি তেহরান। গোটা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় বিশেষ কিছু জানাও যাচ্ছে না। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বারণ করা সত্ত্বেও বিক্ষোভে শামিল হয়েছিলেন বলেই এরফানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এরফানকে মৃত্যুদণ্ড দিয়ে বিক্ষোভকারীদের কড়া বার্তা দেওয়া হচ্ছে বলেও মনে করছেন অনেকে।

    নতুন করে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে এই প্রথম কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে 'মোহরাবে' ধারায় মামলা হয়েছে বলে খবর, যার অর্থাৎ 'আল্লাহ্-র বিরুদ্ধে যুদ্ধঘোষণা'। এরফানের পরিবারের উপর নজরদারি চলছে বলে খবর। ভীতি প্রদর্শন করা হচ্ছে পরিবারের লোকজনকে। কারও কাছে মুখ খুলতে বারণ করা হয়েছে। একটু এদিক ওদিক হলে পরিবারের বাকি সদস্যদেরও একই অবস্থা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

    Iran Human Rights, National Union for Democracy in Iran জানিয়েছে, করাজে বিক্ষোভ চলাকালীন গত বৃহস্পতিবার আটক করা হয় এরফানকে। 'স্বাধীন ইরানে'র ডাক দিয়েছিলেন এরফান। এটুকুই 'অপরাধ' ছিল তাঁর। কী বিচার হল, কী মর্মে প্রাণদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হল, তাও জানা যায়নি। জেলের মধ্যে এরফানকে আইনি সহায়তাও দেওয়া হয়নি, কোনও আইনজীবী রাখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। 

    ইরানে এই মুহূর্তে ৩১টি প্রদেশের ১৮৭ বেশি শহরে বিক্ষোভ চরমে পৌঁছেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, হতাহতের সংখ্যা প্রায় ৭০০। মৃতদের মধ্যে সরকার সমর্থক, নিরাপত্তা বাহিনীর ১৪৭ জন রয়েছেন। মারা গিয়েছে ১৮ অনূর্ধ্ব ১২ ছেলেমেয়েও। আটক করা হয়েছে প্রায় ২৫০০ মানুষকে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পহলভি আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখলে আমেরিকা হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। 

    Click here to Read More
    Previous Article
    Iran on US : 'যদি আমেরিকা আক্রমণ করে, পাল্টা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালানো হবে', প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করল ইরান
    Next Article
    ICC: ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হল স্টার্ককে

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment