Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী ফোন ব্যবহার করেন কে? দাম শুনলে চমকে উঠবেন

    3 days ago

    মুম্বই: ভারতে ক্রিকেটকে ধর্ম মনে করা হয়। অন্যান্য খেলার চেয়ে এই খেলার জাতীয় এবং আন্তর্জাতিক তারকাদের আয়ও অনেক বেশি এদেশে। ভারতে ক্রিকেটাররা একটি বিলাসবহুল জীবন কাটান, দামি গাড়ি থেকে শুরু করে দামি বাড়ি জুড়ে যায় জীবনযাত্রায়। কয়েকজন ক্রিকেটার এমন মোবাইল ফোন ব্যবহার করেন, যার দাম আকাশছোঁয়া। শুনলে চমকে উঠতে হয়।

    বিরাট কোহলি

    বিরাট কোহলি শুধু ভারত নয়, সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। তাঁর ফ্যান ফলোয়িংও সবচেয়ে বেশি। তিনি এখন তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে থাকেন। কোহলি টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তিনি এখন ভারতের হয়ে শুধু ওয়ান ডে ফর্ম্যাটে খেলেন। আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। কোহলিকে ম্যাচের পরে অনেকবার তাঁর পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা গিয়েছে। তাঁর কাছে আইফোন আছে। শেষবার যখন তাঁর ফোন দেখা গিয়েছিল, সেটি ছিল আইফোন ১৬ প্রো ম্যাক্স। এই ফোনের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকার কাছাকাছি। এছাড়াও বিরাট কোহলির কাছে ভিভো স্মার্টফোনও দেখা গিয়েছে। যখন তাঁকে বিমানবন্দরে দেখা যায়, তাঁর কাছে অনেকরকম ফোনই থাকে বিভিন্ন সময়ে।

    হার্দিক পাণ্ড্য

    হার্দিক পাণ্ড্যর কাছে সম্প্রতি অ্যাপেল আইফোন ১৭ প্রো ম্যাক্স ৫১২ জিবি দেখা গিয়েছিল। এই ফোন থেকে তিনি ইনস্টাগ্রামে সেলফিও আপলোড করেছেন। এই ফোনটি এখন ১ লক্ষ ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। হার্দিক এরপর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন। বঢোদরার অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেই কারণে তাঁকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

    রোহিত শর্মা

    গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে খেলা ম্যাচের পর রোহিত শর্মা ফোনে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। তিনি ওয়ানপ্লাস ১২ ব্যবহার করছিলেন। তখনও সেই ছবি বেশ ভাইরাল হয়েছিল। অনলাইনে এই ফোনের দাম এখন ৬০ হাজার টাকার কাছাকাছি।

    সূর্যকুমার যাদব

    টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব কয়েক সপ্তাহ আগে তাঁর স্ত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে সেলফি আপলোড করেছিলেন, যেখানে তাঁর হাতে আইফোন ১৫ প্লাস ছিল। এই ফোনের অনলাইন দাম এখন ৬০ হাজার টাকার কাছাকাছি।

    স্টিভ স্মিথ

    স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সম্প্রতি অ্যাশেজ সিরিজ জিতেছে। ক্যাপ্টেন স্মিথ সিরিজ জেতার পর দলের সঙ্গে সেলফি তুলেছিলেন, তখন তাঁর হাতে অ্যাপেল আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিল। এটি ৩ দিন আগের পোস্ট। এই ফোনের দাম ভারতে ১ লক্ষ ৫৫ হাজার টাকার কাছাকাছি।

    Click here to Read More
    Previous Article
    Mohammad Rizwan: চূড়ান্ত লজ্জা পাকিস্তানের, চার-ছক্কা মারতে না পারায় 'রিটায়ার্ড আউট' করা হল মহম্মদ রিজওয়ানকে!
    Next Article
    Shikhar Dhawan Engagement: আয়েষার সঙ্গে তিক্ত অধ্যায় অতীত, নতুন ঘর বাঁধলেন ভারতের তারকা ক্রিকেটার, ভাসছেন শুভেচ্ছাবার্তায়

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment