SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    IND vs SA Innings Highlights: রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা, ভারতের সামনে অগ্নিপরীক্ষা, জিতলে লেখা হবে নতুন রেকর্ড

    6 days ago

    মুল্লাপুর: দক্ষিণ আফ্রিকার ইনিংস তখন সদ্য শেষ হয়েছে (India vs South Africa)। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে, ২০ ওভারে প্রোটিয়ারা তুলেছেন ২১৩/৪। ম্যাচ জিততে ভারতকে তুলতে হবে ২১৪ রান। টেলিভিশন স্ক্রিনে, মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল একটি পরিসংখ্যান।

    টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে ভারতের ম্যাচ জয়ের রেকর্ডবুক। সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। ২০২৩ সালে বিশাখাপত্তনমে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা তার চেয়েও বড় রানের লক্ষ্য সাজিয়ে দিল ভারতের সামনে। ম্যাচ জিততে হলে কঠোর পরীক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটারদের। জিতলে নতুন রেকর্ড লেখা হবে। ২১৪ করে ম্যাচ জিতলে সেটাই হবে ভারতের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জয়।

    এই ম্যাচে লজ্জার একটি রেকর্ডও যোগ হল ভারতেরই এক ক্রিকেটারের নামে। তিনি অর্শদীপ সিংহ। এক ওভারে সাত-সাতটি ওয়াইড বল করলেন ভারতের বাঁহাতি পেসার। ভারতের আর কোনও বোলার কোনওদিন যা করেননি, তাই করে ফেললেন অর্শদীপ। ১৩ বলে ওভার শেষ করলেন। ভাগ বসালেন আফগানিস্তানের পেসার নবীন উল হকের একটি লজ্জার রেকর্ডে।

    ২০২৪ সালে হারারেতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ বলে ওভার শেষ করেছিলেন আফগান পেসার। তিনি ভেঙে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালার রেকর্ড। ২০২১ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ওভার শেষ করেছিলেন মাগালা। সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার কীর্তি গড়ে বসেছিলেন নবীন। বৃহস্পতিবার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় পেসার অর্শদীপ। যা দেখে বিরক্ত, হতাশ কোচ গৌতম গম্ভীরও।

    বৃহস্পতিবার মুল্লাপুরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে হেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মুল্লাপুরে। যে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন কুইন্টন ডি'কক। তিনি ৪৬ বলে ৯০ রান করেন। রান আউট না হলে সেঞ্চুরি বাঁধা ছিল। শেষ দিকে ডোনোভান ফেরেরার ১৬ বলে ৩০ ও ডেভিড মিলারের ১২ বলে ২০ দক্ষিণ আফ্রিকাকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।

    অর্শদীপ ৪ ওভারে দেন ৫৪ রান। যশপ্রীত বুমরাও ৪ ওভারে ৪৫ রান খরচ করেন।

    Click here to Read More
    Previous Article
    Arshdeep Singh: ১৩ বলের ওভার! লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ, মেজাজ হারালেন কোচ গম্ভীরও
    Next Article
    Height Loss: আগের থেকে উচ্চতা কমে গিয়েছে? এমনটাও হতে পারে! জেনে নিন বৈজ্ঞানিক কারণ

    Related খেলা Updates:

    Comments (0)

      Leave a Comment