Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Humayun Kabir News: ‘নিজের পরিবারকে দিয়ে করান না!’, চপ-মুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের, দাবি, ’২৬-এ ‘মিরাকল রেজাল্ট’

    13 hours ago

    কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন। যত দিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন 'জনতা উন্নয়ন পার্টি'র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। (Humayun Attacks Mamata)

    শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিমপ্রীতি দেখালেও, আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, "বাংলার মুসলিমদের বলব, আগামী ভোটে এই অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বলতেন, সিপিএম-কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওঁর মতো হবে না। হুমায়ুন কবীর বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, ২০২৬ সালেই পতন ঘটবে।" (Humayun Kabir)

    এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তাঁর বক্তব্য, "মানুষকে নিদান দিচ্ছেন চপ-মুড়ি-ঘুগনির দোকান খোলার। ওঁর পরিবারে তো অনেক লোক আছে। তাঁদের দিয়ে করান না! ওঁদের পরিবারের লোক কী করছে, তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে, তাঁদের কী অবস্থা! প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব।"

    এর আগে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন, ১৮২টি আসনে লড়বেন। নির্বাচনে ISF এবং আসাদউদ্দিন ওয়াইসির MIM-এর সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী হুমায়ুন। তাঁর কথায়, "১৮২টি আসনে লড়াই করে কী ফল আনব দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাকল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিত আগামী দিনে আমি, ISF জোটবদ্ধ হচ্ছি, MIM যোগদান করলে স্বাগত জানাচ্ছি।"

    হুমায়ুন জানিয়েছেন, আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যেই জোট, আসন বণ্টন সেরে ফেলবেন তিনি। তার পর প্রচারে নামবেন। দিনে তিনটি করে বিধানসভায় প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, কাউকে নিয়েই ভাবিত নন হুমায়ুন। তাঁর সাফ কথা, "হোক না লড়াই। বাংলার মানুষে কাকে বেছে নেন, দেখা হোক পরীক্ষা করে।" তবে ISF এবং MIM-এর সঙ্গে জোট যে এখনও চূড়ান্ত হয়নি, তা মেনে নিয়েছেন হুমায়ুন। তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি বলে জানিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    রোহিত-ধোনিদেরও উপরে! টি-টোয়েন্টিতে ‘বিশ্বসেরা’ অধিনায়কের সিংহাসনে হরমনপ্রীত
    Next Article
    Ashes 2025: ১৮ ম্য়াচ পরে জয়ের মুখ দেখল ইংল্যান্ড, মেলবোর্ন টেস্টে হার অস্ট্রেলিয়ার

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment