Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Hera Pheri 3: 'আমি নই, 'হেরা ফেরি ৩'-র শ্যুটিং শুরু হচ্ছে না অক্ষয় কুমারের জন্যই', ফের বিস্ফোরক পরেশ রাওয়াল

    22 hours ago

    কলকাতা: এই ছবি বারে বারে শিরোনামে উঠে এসেছে, এই ছবি তৈরি ঘিরে সমস্যার জন্য। এই ছবির সিক্যুয়ালের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। এই ছবির আগের ২টি সিনেমাই যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই কারণেই দর্শকেরা অধীর আগ্রহে রয়েছেন, ৩ নম্বর ছবিটির জন্য। তবে এই ছবি ঘোষণার পর থেকেই জট শুরু। প্রথমেই জানা গিয়েছিল, এই ছবিতে থাকছেন না পরেশ রাওয়াল (Paresh Rawal)। সেই সময়ে, অক্ষয় কুমার পরেশ রাওয়ালের নামে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। তবে পরবর্তীকালে জানা যায়, পরেশ রাওয়ালের ওপর থেকে সেই মামলা তুলে নিয়েছেন অক্ষয় কুমার। আগামী 'হেরা ফেরি ৩' -তে 'বাবু ভাইয়া'-র চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে। তবে এবার, ফের 'হেরা ফেরি ৩' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরেশ রাওয়াল। তাঁর দাবি, অক্ষয় কুমারের জন্যই পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি!

    সম্প্রতি একটি টক শো-তে পরেশ রাওয়াল বলেছেন, 'হেরা ফেরি ৩' ছবিটি তৈরি হবে ঠিকই। কবে তবে সেই ছবি তৈরি হবে, কবে তার শ্যুটিং শুরু হবে, এ নিয়ে কিছুই জানেন না পরেশ রাওয়াল। অভিনেতা স্পষ্ট করে দেন, 'হেরা ফেরি ৩'-তে দেরি হওয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পরেশ রাওয়াল দাবি করেছেন, অক্ষয় কুমার এবং চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই সিনেমাটি আসতে দেরি হচ্ছে। সিনেমাটা নিয়ে তাঁর সঙ্গে আইনি জটিলতা সম্পর্কে তিনি বলেন, অক্ষয় কুমার মোটেই তাঁর নামে ২৫ কোটি টাকার মামলা মোটেই করেননি। গোটাটাই বাড়িয়ে বলা হয়েছে। তিনি এ ও জানিয়েছেন, অক্ষয় কুমার আর প্রযোজকদের মধ্যের সমস্যা মিটে গেলেই তিনি এই ছবিতে স্বাক্ষর করে দিতে প্রস্তুত।

    নিজের চরিত্র সম্পর্কে পরেশ রাওয়াল বলেছিলেন, তিনি ছাড়া 'হেরা ফেরি ৩' সম্ভব নয়। তাঁকে ছাড়া 'হেরা ফেরি ৩' করলে বিপর্যয় হবে। পরেশ রাওয়াল বলেছিলেন, 'আমি কোনওরকম বিনয় না করেই বলছি, বাবু ভাইয়া চরিত্রটা ছাড়া যদি 'হেরা ফেরি ৩' তৈরি করতে যাওয়া হয়, তাহলে বিপর্যয় হবে। এই চরিত্রটা 'হেরা ফেরি' ফ্রাঞ্জাইজি থেকে আলাদা করা যায় না। তবে পরেশ রাওয়াল বলেছিলেন, জনতার ভালবাসার কথা মাথায় রেখেই তিনি 'হেরা ফেরি ৩'-তে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

     

    Click here to Read More
    Previous Article
    Entertainment News: অরিজিৎ সিংহের পরে, কাজ থেকে বিরতি নিচ্ছেন আরও এক জনপ্রিয় তারকা! মনখারাপ অনুরাগীদের
    Next Article
    Karishma Kapoor: প্রাক্তন স্বামীর সম্পত্তি পরিকল্পনা করে হাতিয়ে নিচ্ছেন করিশ্মা আর প্রিয়া! এবার মামলা দায়ের করলেন সঞ্জয় কপূরের মা!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment