SEARCH

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policies, and Terms of Service.

    dailyadda

    Hakimpur Check Post: হাকিমপুর চেক পোস্টে আজও শতাধিক বাংলাদেশির ভিড়, BSF-এর ডাকের জন্য বাক্সপ্যাঁটরা নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা

    1 week ago

    সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আজই এনুমারেশন ফর্ম জমার শেষদিন। এই আবহেও উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেক পোস্ট থেকে বাংলাদেশে ফিরছেন অনুপ্রবেশকারীরা। কাগজপত্র পরীক্ষা করে, বাংলাদেশিদের দ্রুত ওপারে ফেরত পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। ভোটার তালিকা সংশোধনের পর্ব শুরু হতেই ভিড় বাড়তে থাকে হাকিমপুর সীমান্তে। 

    হাকিমপুর চেক পোস্টে আজও শতাধিক বাংলাদেশির ভিড়। BSF-এর ডাকের জন্য বাক্সপ্যাঁটরা নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা। সীমান্ত পেরিয়ে এঁদের বেশিরভাগ কাজ করছিলেন রাজারহাট নিউটাউনে। অনেকেই ৫ থেকে ৭ বছর ধরে ছিলেন পশ্চিমবঙ্গে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হতেই এঁরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। স্বরূপ নগরের হাকিমপুর বাসস্ট্যান্ডে তাই এখন বাংলাদেশিদের ভিড়। BSF-এর কাছে আত্মসমর্পণের পর এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। 

    রাজ্যে চলছে এসআইআর। সেই কারণে গত বেশ কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের ভিড় বাড়ছে। গত ২ সপ্তাহ আগে পর্যন্ত শয়ে শয়ে মানুষ, ২০০-৩০০ করে মানুষ আসছিলেন। তাঁরা এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। এই বাংলাদেশিদের প্রায় সকলেই দালালের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন ৫ বছর বা ১০ বছর আগে। মোট টাকাও দিতে হয়েছে। কেউ ৫০০০, কেউ ১০,০০০ এমনকি ১৫ হাজার পর্যন্ত টাকা দিয়েছেন দালালদের। কাজের খোঁজে এরপর বাস করেছেন এ রাজ্যে বা ভিনরাজ্যে। কেউ সাফাইকর্মীর কাজ করতেন। কেউ ঝুপড়িতে থাকতেন। 

    ভোটার কিংবা আধার কার্ড থাকলেও, ২০০২ সালের ভোটার তালিকায় এই বাংলাদেশিদের নাম নেই। ফলে এসআইআর- এর কাজকর্মের সময় ম্যাপিংয়ে তাঁদের খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে কেউ অভিযোগ করেছেন স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। কেউ দোষ চাপিয়েছেন পুলিশের ঘাড়ে। আপাতত হাকিমপুর চেকপোস্টে ছোট ছোট দলে ১৫-২০ জন মিলে আসছেন বাংলাদেশিরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না তাঁদের। নথিপত্র যাচাই করে বিএসএফ- এর তরফে তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। 

    আজই এনুমারেশন ফর্মের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন 

    এদিনও BLO-দের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সন্দেহজনক ভোটারদের রি-ভেরিফাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের ওয়েব সাইটে একটি অপশনও যুক্ত করা হয়েছে। কোনও ভোটারের নাম যদি সন্দেহজনক থাকে, তাহলে তাঁর বিস্তারিত তথ্য সেখানে আপলোড করতে হবে। SIR-এর মধ্যেই রাজ্য়ে বিধানসভা ভোটের প্রস্তুতি কমিশনের। আজ ভোটপ্রস্তুতি নিয়ে এজেন্সিগুলির সঙ্গে জরুরি বৈঠক CEO দফতরের। ২৫টি নোডাল এজেন্সির সঙ্গে CEO-সহ আধিকারিকদের বৈঠক। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারের প্রতিনিধিরা। আছেন ED, BSF, নারকোটিক্স, রেভিনিউ-সহ ২৫টি এজেন্সির কর্তারা। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের ৬ মাস আগে কাজ শুরু করে এজেন্সিগুলি। নোডাল এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করতে চলেছে CEO অফিস। 

    Click here to Read More
    Previous Article
    TMC News: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে
    Next Article
    Plane Crash Landing on Car: আকাশ থেকে সটান নেমে এল বিমান, আছড়ে পড়ল চলন্ত গাড়ির উপর, ভয়ঙ্কর ঘটনা ফ্লোরিডায়, ভিডিও ভাইরাল

    Related জেলার খবর Updates:

    Comments (0)

      Leave a Comment