Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda

    Gold Price Today: দেড় লাখ ছুঁতে পারে সোনা? আজ কি দাম বাড়ল না কমল? কেনার ক্ষেত্রে সুবিধা পাবেন?

    5 days ago

    কলকাতা : ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে, বছরের পর বছর ধরে সোনার দাম হু হু করে বেড়েছে। পঁচিশ বছর আগে, ২০০০ সালে, ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪,৪০০ টাকা, যা লাখ ছাড়িয়ে গিয়েছে অনেকদিন আগেই। দেখে নেওয়া যাক বাংলার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে। 

    আজকের সোনার দাম ( ১৬ ডিসেম্বর, ২০২৫)                  

    সোনা ওজন দাম (টাকায়)
    ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৩১৭০
    ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২৫১০
    ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৯৮৪
    ১৮ ক্যারেট ১ গ্রাম ১০২৭০
    রুপো (৯৯৯) ১ কেজি ১৯২৫০৫

    *ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।

    *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  


    সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

    • এছাড়াও fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে ২২ ক্যারেটের সোনা, তার fineness ৯১৬, (916 gold rate today) ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়।
    • পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।                                  
    Click here to Read More
    Previous Article
    Entertainment News: কাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করলেন অভ্যুদয়? অফস্ক্রিনের আড্ডায় অভ্যুদয়
    Next Article
    Best Drinks For Liver: লিভার ভাল রাখতে ভরসা থাকুক ৫ পানীয়ে, কোন কোন পানীয়ে উপকার কী কী?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment