Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Geyser Failure Death: গিজ়ার থেকে ঘটল বিপদ, স্নান করতে ঢুকে বাথরুমেই শেষ, জন্মদিনে বেঘোরে মৃত্যু শিবসেনা নেতার মেয়ের

    2 weeks ago

    নয়াদিল্লি: ঠান্ডায় গিজ়ার চালিয়ে স্নান করছিলেন। কিন্তু বাথরুম থেকে আর বেরোতে পারলেন না তরুণী। গিজ়ার থেকে গ্যাস লিক হওয়ায় বাথরুমের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন তিনি। ওই তরুণী শিবসেনা নেতার মেয়ে। নিজের জন্মদিনে, বাড়িতেই বেঘোরে মৃত্যু হল তাঁর। (Geyser Gas Leak Death)

    পঞ্জাবের জলন্ধর থেকে এই ঘটনা সামনে এসেছে। স্থানীয় শিবসেনা নেতা দীপক কম্বোজের মেয়ে ২২ বছর বয়সি মুনমুন চিতওয়ান। বৃহস্পতিবার গিজ়ার চালিয়ে স্নান করতে ঢুকেছিলেন তিনি। কিন্তু বাথরুমের মধ্যেই বেঘোরে প্রাণ চলে গেল তাঁর। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ তাঁর পরিবার। (Geyser Failure Death)

    উত্তর ভারতে শিবসেনার প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতা দীপক। একে নতুন বছরের প্রথন দিন, তার উপর জন্মদিন মেয়ের, তাই জাঁকজমক করে উদযাপন করতে চেয়েছিলেন তিনি। সেই মতো সকাল থেকে প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এল পরিবারে। 

    জানা গিয়েছে, গিজ়ার চালিয়ে বাথরুমে স্নান করতে ঢোকেন মুনমুন। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। সেই অবস্থাতেই গিজ়ার থেকে গ্যাস লিক করে। মুহূর্তের মধ্যে ছড়িয়েও পড়ে গ্যাস। এতে শ্বাসকষ্ট শুরু হয় মুনমুনের। বাথরুমের মধ্যেই জ্ঞান হারান তিনি। 

    পুলিশ জানিয়েছে, বহু ক্ষণ কেটে যাওয়ার পর মুনমুন বাথরুম থেকে বেরোচ্ছেন না দেখে দরজায় টোকা দেন পরিবারের সদস্যরা। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বিপদের আঁচ পেয়ে দরজা ভেঙে বাথরুমে ঢোকেন সকলে, আর তাতেই দেখা যায় সংজ্ঞাহীন অবস্থায় মেঝেয় পড়ে রয়েছেন মুনমুন। 

    তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুনমুনকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক ভাবে চিকিৎসকরা মনে করছেন, গিজ়ার থেকে গ্যাস লিক করাতেই বিপদ ঘটে যায়। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান মুনমুন।

    এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মুনমুনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলে সব স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন পরিবারের লোকজন। দীপক জানিয়েছেন, মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বিশেষ আয়োজন হয়েছিল। বন্ধু-বান্ধব, আত্মীয়দের আসার কথা ছিল অনুষ্ঠানে। সব কিছু যে এভাবে শেষ হয়ে যাবে, তা কল্পনাও করেননি কেউ।

    বাড়িতে বসানো ওই গিজ়ার পুরনো কি না, সেটি খারাপ হয়েছিল কি না, এখনও জানা যায়নি। তবে গিজ়ার ব্য়বহার নিয়ে বার বার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং জরুরি বলে মত তাঁদের। বছরে অন্তত একবার সার্ভিসিং জরুরি। কিছু ক্ষেত্রে ছ'মাস অন্তরও সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে। বাড়িতেগিজ়ার বসানোর আগে সব কিছু দেখিয়ে নিন বিশেষজ্ঞকে।

    Click here to Read More
    Previous Article
    जयपुर जाने वालों को लगा तगड़ा झटका, इन टूरिस्ट पॉइंट्स पर टिकट के रेट हुए दोगुने
    Next Article
    Himachal Pradesh News: চোখে জল, করতালি, মিষ্টি বিতরণ…স্বাধীনতার ৭৮ বছর পর প্রথম রাস্তা পেল হিমাচলের এই গ্রাম

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment