Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gautam Gambhir: গম্ভীরের পাশে দাঁড়ালেন শশী তারুর, সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সূর্যদের হেড কোচের

    4 days ago

    নাগপুর: বারবার সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাঁকে। ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হওয়ার পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সাফল্য পেলেও বাকি দুটো ফর্ম্য়াটে সেভাবে সাফল্য পাননি। ওয়ান ডে ফর্ম্য়াটে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় একমাত্র রয়েছে বড় সাফল্য। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে জয়ের পর এবার গম্ভীরের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী তারুর।

    নাগপুরে ভারত–নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করেছিলেন শশী তারুর। দুজনে সেল্ফিও তোলেন। সেই ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদ লেখেন, ''নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা আলোচনা হল। প্রধানমন্ত্রীর পর ভারতে সবচেয়ে কঠিন কাজটা বোধহয় ওরই।’পরে জুড়ে দেন, গম্ভীর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, সমালোচনা আর বিচার সহ্য করেও শান্ত থাকেন। শত চাপ সামলেও নির্বিকারভাবে নিজের কাজ করে চলেছেন শুভমানদের হেডস্যার!''

    সেই পোস্টে অভিবাদন জানিয়ে গম্ভীর লিখেছেন, ''ধন্যবাদ, ড. শশী থারুর। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত 'অসীম ক্ষমতা' নিয়ে যে আসল সত্য আর যুক্তি তা আরও পরিষ্কার হবে। ততদিন আমি নিজের লোকদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানোর এই নাটকটা উপভোগ করে চলেছি প্রতিনিয়ত।''

    ফের রোহিতকে ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক করার আর্জি প্রাক্তন ক্রিকেটারের
    ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন। তবুও রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছিল। কিন্তু ফের একবার রোহিতকে নেতৃত্বে দেখতে চান মনোজ তিওয়ারি। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''আমার মনে হয় এখনও অনেকটাই সময় আছে ভুল শুধরে নেওয়ার। কারণ বিশ্বকাপ রয়েছে ২০২৭ সালে। এটা কিন্তু কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয় বা এমনই কোনও টুর্নামেন্ট নয়। এটা বিশ্বকাপের আসর। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর কোনও প্রয়োজন কি আদৌ ছিল? আমি নিশ্চিত যে রোহিত যদি এখনও ক্যাপ্টেন্সি করত, তাহলে ফল কিন্তু আলাদা হতেই পারত। আমরা ওর নেতৃত্বেই কিন্তু আগের বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। আমার মনে হয় ও ক্যাপ্টেন থাকলে দলও সঠিক পথেই এগোত।''

    উল্লেখ্য, গত বছর ৪ অক্টোবর অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে গিলকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওয়ান ডে সিরিজে হেরে যান। কিউয়িদের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ান ডে সিরিজেও হেরে যায় ভারত। 

    Click here to Read More
    Previous Article
    Viral News: দুই যমজ বোনের সঙ্গে বিয়ে দুই যমজ ভাইয়ের, অনুষ্ঠানে হাজির যমজ আত্মীয়রাও, ছবি ভাইরাল, গিনেস বুকে উঠতে পারে নাম
    Next Article
    Abhishek Sharma: 'আমার ঝুলিতে প্রচুর শটের বিকল্প নেই', ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের পরও কেন এমন বললেন অভিষেক?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment